শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকের-শরিফুলের বড় লাফ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৪:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাদুকরী বোলিংয়ে আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ লাফ দিয়ে যৌথভাবে নবম স্থানে অবস্থান করছেন তিনি। সেখানে তার সঙ্গী ভারতের পেসার অর্শদীপ সিং। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩।

২০২১ সালের অক্টোবরের পর এই প্রথম টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন ফিজ। এছাড়া শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। তৃতীয় ভারতের বরুণ চক্রবর্তী, দ্বিতীয় ইংল্যান্ডের আদিল রশিদ এবং শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ। পরের ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। দুই ম্যাচই জিতে তিন ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র‌্যাংকিংয়ে। ৯ ধাপ উন্নতি করে ১৬তম স্থানে উঠে এসেছেন টাইগার স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে লাভ করেন ২ উইকেট। তানজিম হাসান সাকিবেরও উন্নতি হয়েছে ৯ ধাপ। ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রানে ১ উইকেট নেন তানজিম। দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট শিকার করেন ডানহাতি পেসার। আরেক পেসার শরীফুল ইসলামের উন্নতি হয়েছে ১৪ ধাপ।

দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নেয়া বাঁহাতি উঠে এসেছেন ৪৩তম স্থানে।ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউট হন তিনি। তবে গত ১৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৭৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি।

চলতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকের আলী এগিয়েছেন ১৭ ধাপ। ৫৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এ উইকেটকিপার-ব্যাটার। প্রথম ম্যাচে ৩৬ রান করা তাওহিদ হৃদয় এগিয়েছেন দুই ধাপ। ৪০তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পারভেজ হোসেন ইমনের। প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রান করা এই বাঁহাতি ওপেনার ২২ ধাপ উন্নতি করে ৬৩তম স্থানে উঠে এসেছেন। তবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়েও শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই।

শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দুইয়ে ভারতের অভিষেক শর্মা এবং তিনে ভারতেরই তিলক বর্মা।টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেয়ার পাশাপাশি ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

কিন্তু ৩ ধাপ অবনমন হয়ে ৪১তম স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এক ধাপ অবনমন হয়ে ৫৪তম স্থানে নেমেছেন রিশাদ হোসেন। ৩ ধাপ উন্নতি করে ৮১তম স্থানে উঠে এসেছেন তানজিম হাসান সাকিব।

চলমান ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সেরও প্রভাব পড়েছে এই র‌্যাংকিংয়ে। ৭ ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ অবস্থান তার। শীর্ষে অবস্থান করছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকের-শরিফুলের বড় লাফ

আপডেট সময় : ০৭:০৪:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাদুকরী বোলিংয়ে আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ লাফ দিয়ে যৌথভাবে নবম স্থানে অবস্থান করছেন তিনি। সেখানে তার সঙ্গী ভারতের পেসার অর্শদীপ সিং। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩।

২০২১ সালের অক্টোবরের পর এই প্রথম টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন ফিজ। এছাড়া শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। তৃতীয় ভারতের বরুণ চক্রবর্তী, দ্বিতীয় ইংল্যান্ডের আদিল রশিদ এবং শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ। পরের ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। দুই ম্যাচই জিতে তিন ম্যাচ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র‌্যাংকিংয়ে। ৯ ধাপ উন্নতি করে ১৬তম স্থানে উঠে এসেছেন টাইগার স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে লাভ করেন ২ উইকেট। তানজিম হাসান সাকিবেরও উন্নতি হয়েছে ৯ ধাপ। ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রানে ১ উইকেট নেন তানজিম। দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট শিকার করেন ডানহাতি পেসার। আরেক পেসার শরীফুল ইসলামের উন্নতি হয়েছে ১৪ ধাপ।

দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নেয়া বাঁহাতি উঠে এসেছেন ৪৩তম স্থানে।ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউট হন তিনি। তবে গত ১৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৭৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি।

চলতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকের আলী এগিয়েছেন ১৭ ধাপ। ৫৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এ উইকেটকিপার-ব্যাটার। প্রথম ম্যাচে ৩৬ রান করা তাওহিদ হৃদয় এগিয়েছেন দুই ধাপ। ৪০তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পারভেজ হোসেন ইমনের। প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রান করা এই বাঁহাতি ওপেনার ২২ ধাপ উন্নতি করে ৬৩তম স্থানে উঠে এসেছেন। তবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়েও শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই।

শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দুইয়ে ভারতের অভিষেক শর্মা এবং তিনে ভারতেরই তিলক বর্মা।টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেয়ার পাশাপাশি ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

কিন্তু ৩ ধাপ অবনমন হয়ে ৪১তম স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এক ধাপ অবনমন হয়ে ৫৪তম স্থানে নেমেছেন রিশাদ হোসেন। ৩ ধাপ উন্নতি করে ৮১তম স্থানে উঠে এসেছেন তানজিম হাসান সাকিব।

চলমান ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সেরও প্রভাব পড়েছে এই র‌্যাংকিংয়ে। ৭ ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ অবস্থান তার। শীর্ষে অবস্থান করছেন ভারতের হার্দিক পান্ডিয়া।