উল্লেখ্য, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে সংঘটিত এ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ নিহত এবং দেড় শতাধিক আহত হওয়ার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসাথে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহ জানিয়েছেন।
সোমবার (২১ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় মোদি লিখেছেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
‘ভারত বাংলাদেশ সরকারের পাশে রয়েছে। আমরা প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত,’ লিখেন তিনি।