জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শেরপুর কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন গণআন্দোলনে শহীদ হওয়া ছাত্রনেতাদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজ মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ও রমজান আহমেদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচি ও প্রণয়ন সম্পাদক সম্রাট আহম্মেদ সিহাব, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাহতাব হোসেন রুমু, সাবেক গণসংযোগ সম্পাদক সেজান মাহমুদ, সাবেক সহ-প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম ইমন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ মিয়া ও শামীম মিয়া।

সঞ্চালনায় ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া।

বক্তারা বলেন, “জুলাই-আগস্টে গণআন্দোলনে শহীদ ছাত্রনেতাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতে নিয়মিতভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত। আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন, যাদের স্মরণে অনেকেই আজ চুপচাপ।”

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শেরপুর কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় : ০৫:৫৯:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৯ জুলাই ২০২৫

জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন গণআন্দোলনে শহীদ হওয়া ছাত্রনেতাদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজ মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ও রমজান আহমেদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচি ও প্রণয়ন সম্পাদক সম্রাট আহম্মেদ সিহাব, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাহতাব হোসেন রুমু, সাবেক গণসংযোগ সম্পাদক সেজান মাহমুদ, সাবেক সহ-প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম ইমন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ মিয়া ও শামীম মিয়া।

সঞ্চালনায় ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া।

বক্তারা বলেন, “জুলাই-আগস্টে গণআন্দোলনে শহীদ ছাত্রনেতাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতে নিয়মিতভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত। আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন, যাদের স্মরণে অনেকেই আজ চুপচাপ।”

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।