শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

কচুয়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন। প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এবারের গন্তব্য ছিল নরসিংদীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ড্রীম হলিডে পার্ক। আনন্দ, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধনের এক চমৎকার অভিজ্ঞতা হয় এই বনভোজনকে ঘিরে।

সকাল ৬টায় কচুয়া প্রেসক্লাবের প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে সদস্যবাহী গাড়িবহর। সকাল ১০টার দিকে ড্রীম হলিডে পার্কে পৌঁছানোর পর সদস্য ও তাঁদের পরিবারকে ফুল দিয়ে বরন করেন আয়োজকরা। উপস্থিত সকলে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মিলিত হন আনন্দ আয়োজনে।

দিনব্যাপী চলে নানান আয়োজন বিশেষ করে শিশুদের জন্য বালিশ খেলা,মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলা,পুরুষদের জন্য কৌতুকভিত্তিক প্রতিযোগিতা,হাস্যরসাত্মক মুক্ত আলোচনা।
সবকিছুর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মধ্যাহ্নভোজে ছিল বিশেষ আয়োজন—গরম ভাত, বিভিন্ন রকম ভর্তা, খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ ও পানীয়। সবাই একসাথে বসে খাওয়ার মধ্যে দিয়ে পারস্পরিক বন্ধনের উষ্ণতা আরও বৃদ্ধি পায়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহ বলেন,
“সাংবাদিকরা সবসময় ব্যস্ত থাকেন সংবাদ সংগ্রহ ও পরিবেশনে। এই বনভোজন শুধু আনন্দ নয়, নিজেদের মাঝে যোগাযোগ ও সম্পর্কের গভীরতাও বাড়িয়ে তোলে।”
পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন সাংবাদিকদের জন্য মানসিক প্রশান্তির উৎস। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

বনভোজন শেষে বিকেল ৫টায় সবাই আবার গেট টুগেদারে মিলিত হন। অনুভূতি বিনিময় করেন এবং ছবি তোলেন স্মৃতির জন্য। পরে সন্ধ্যা ৬টায় কচুয়ার উদ্দেশ্যে রওনা হয় সদস্যবাহী গাড়িগুলো।

অনুষ্ঠানে উপস্থিত সকলে জানান, এমন আয়োজন নিয়মিত হলে প্রেসক্লাবের কার্যক্রমে আরও প্রাণচাঞ্চল্য আসবে। সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির এই মিলনমেলা প্রশংসার দাবি রাখে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

কচুয়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২১:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৯ জুলাই ২০২৫

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন। প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এবারের গন্তব্য ছিল নরসিংদীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ড্রীম হলিডে পার্ক। আনন্দ, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধনের এক চমৎকার অভিজ্ঞতা হয় এই বনভোজনকে ঘিরে।

সকাল ৬টায় কচুয়া প্রেসক্লাবের প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে সদস্যবাহী গাড়িবহর। সকাল ১০টার দিকে ড্রীম হলিডে পার্কে পৌঁছানোর পর সদস্য ও তাঁদের পরিবারকে ফুল দিয়ে বরন করেন আয়োজকরা। উপস্থিত সকলে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মিলিত হন আনন্দ আয়োজনে।

দিনব্যাপী চলে নানান আয়োজন বিশেষ করে শিশুদের জন্য বালিশ খেলা,মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলা,পুরুষদের জন্য কৌতুকভিত্তিক প্রতিযোগিতা,হাস্যরসাত্মক মুক্ত আলোচনা।
সবকিছুর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মধ্যাহ্নভোজে ছিল বিশেষ আয়োজন—গরম ভাত, বিভিন্ন রকম ভর্তা, খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ ও পানীয়। সবাই একসাথে বসে খাওয়ার মধ্যে দিয়ে পারস্পরিক বন্ধনের উষ্ণতা আরও বৃদ্ধি পায়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহ বলেন,
“সাংবাদিকরা সবসময় ব্যস্ত থাকেন সংবাদ সংগ্রহ ও পরিবেশনে। এই বনভোজন শুধু আনন্দ নয়, নিজেদের মাঝে যোগাযোগ ও সম্পর্কের গভীরতাও বাড়িয়ে তোলে।”
পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন সাংবাদিকদের জন্য মানসিক প্রশান্তির উৎস। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

বনভোজন শেষে বিকেল ৫টায় সবাই আবার গেট টুগেদারে মিলিত হন। অনুভূতি বিনিময় করেন এবং ছবি তোলেন স্মৃতির জন্য। পরে সন্ধ্যা ৬টায় কচুয়ার উদ্দেশ্যে রওনা হয় সদস্যবাহী গাড়িগুলো।

অনুষ্ঠানে উপস্থিত সকলে জানান, এমন আয়োজন নিয়মিত হলে প্রেসক্লাবের কার্যক্রমে আরও প্রাণচাঞ্চল্য আসবে। সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির এই মিলনমেলা প্রশংসার দাবি রাখে।