বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান প্রতিবেদক সাইদ হোসেন অপু চৌধুরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসানকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে গতকাল সোমবার সন্ধায় (৩০ জুন ২০২৫) সংবর্ধনা প্রদান করা হয়।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী মো: ইমাম হাসানকে ফুলেল মালা পরিয়ে দেয়।
এ সময় পত্রিকার পরিবারে পক্ষ থেকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহমাদ উল্যাহ’র পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের দু’জন সদস্য গুরুত্বপূর্ণ দুটি পদে নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচিত সকল সদস্যদের প্রতি। পত্রিকার পরিবারে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যারা ভোট দিয়ে আমাদের পত্রিকার পরিবারের দু’জন সাংবাদিককে মাঠ পর্যায়ে নেতৃত্ব প্রদানের সুযোগ করে দিয়েছেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বিজয়ীরা আগামী দিনে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পাশে থাকবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেছি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়ায় ভোটারদের মাঝে আনন্দ ও আমেজ বিরাজ করছিলো। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দৈনিক চাঁদপুর খবর পত্রিকা মাঠ পর্যায়ে সাংবাদিকদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ।
এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী ও নবনির্বাচিত সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক গাজী মোঃ ইমাম হাসান।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল, সহ-সম্পাদক এমআই দিদার, সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদ হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ মহসিন, ম্যানেজার মানিক চন্দ্র দাস প্রমুখ।