চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ভোটারসহ নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী।
তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, সম্মানিত সহযোদ্ধা ও প্রিয় ভোটারবৃন্দ। আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই আপনাদের প্রতি।
আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমি অন্তরস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় আমার একার নয়, এটি আপনাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা ও সহযাত্রার সম্মিলিত প্রতিফলন।
প্রতিটি ভোট যেন ছিল একটি আস্থা-রেখা, যা আমাকে নতুন দায়িত্বের শপথ করিয়েছে। এই ফলাফল কেবল আমার প্রতি আপনাদের ভালোবাসার প্রকাশ নয়, বরং সংগঠনের প্রতি আপনাদের প্রত্যাশারও প্রতিচ্ছবি। আমি জানি, এই দায়িত্ব কাঁধে নিয়ে আমাকে আরও অনেক দূর যেতে হবে — সংগঠনের গতিশীলতা, ঐক্য, সৃজনশীলতা ও মর্যাদা রক্ষার লড়াইয়ে আপনাদের পাশে নিয়ে।
এই বিজয় আপনাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসা ও সহযাত্রার সম্মিলিত প্রতিফলন। এই ফলাফল কেবল আমার প্রতি আপনাদের ভালোবাসার প্রকাশ নয়, বরং সংগঠনের প্রতি আপনাদের প্রত্যাশারও প্রতিচ্ছবি। আমি জানি, এই দায়িত্ব কাঁধে নিয়ে আমাকে আরও অনেক দূর যেতে হবে সংগঠনের গতিশীলতা, ঐক্য, সৃজনশীলতা ও মর্যাদা রক্ষার লড়াইয়ে আপনাদের পাশে নিয়ে।
আমার যাত্রাপথের প্রতিটি ধাপে আমি আপনাদের পরামর্শ, সহযোগিতা ও সমালোচনার অপেক্ষায় থাকবো। আমি কৃতজ্ঞতা জানাই চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি।
উল্লেখ্য, গত সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের লাইব্রেরি কক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সাইদ হোসেন অপু চৌধুরী
সাংগঠনিক সম্পাদক (নির্বাচিত)
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।