দীর্ঘ বিরতির পর অভিনয় ও পরিচালনায় ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। এর রচয়িতা, পরিচালক এবং অন্যতম অভিনেতা তিনি নিজেই।
গত ২১ জুন থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশে নাটকটির শুটিং শুরু হয়েছে, যা চলবে ৩ জুলাই পর্যন্ত। ২৬ পর্বের এই নাটকের কাহিনি আবর্তিত হয়েছে সমাজ ও মানুষের মনস্তত্ত্ব ঘিরে।
তৌকীর আহমেদ বলেন, “অনেক বছর পর আবার ধারাবাহিক নাটকে অভিনয় করছি। যেহেতু নিজের লেখা, চরিত্রটি ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি।”
এর আগে ‘রূপালি জোছনায়’, ‘শঙ্খবাস’, ‘চন্দ্রমগ্ন’, ‘জোছনাকাল’, ‘জলপরী’সহ একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।‘ধূসর প্রজাপতি’ নাটকে আরো অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, শ্যামল মাওলা, আইশা খান, মীর রাব্বি, তানজিকা আমিন, সাবিনা আজাদ ও তনুশ্রী দত্ত।