শিরোনাম :
Logo খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত Logo ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ Logo পলাশবাড়ীতে ভিডাব্লিউ ডি প্রকল্পে অনিয়মসহ স্বাক্ষর জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। Logo যবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে পুলিশে সোপর্দ Logo তেকানী ইউনিয়নের সচিব হালিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ Logo কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ Logo কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবর থেকে: বেবিচক চেয়ারম্যান” Logo মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক Logo দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা

কনার বিচ্ছেদ, ‘শেয়াল রাণীর বাণী’ বলে কেন কটাক্ষ করলেন ন্যান্সি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩৬:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বুধবার (২৫ জুন) রাতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন ওই পোস্টের ঘণ্টাখানেক পর কনাকে ইঙ্গিত করে পোস্ট করেছেন আরেক জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি! কটাক্ষ করে পোস্টটি দেন ন্যান্সি দীর্ঘ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা অবশেষে ভেঙে গেছে তাদের দীর্ঘ বছরের সংসার

কনা তার দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়েসবই আল্লাহর ইচ্ছা। এরপর তিনি তার বিচ্ছেদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়বাণীতে শেয়াল রাণী।

সংগীতপাড়ায় কান পাতলেই শোনা যায়, কনান্যান্সির সম্পর্ক ভালো নয়। তাদের দুজনের সম্পর্ক সাপেনেউলে! তবে ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্যটি ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেইশেয়াল রাণীবলে কটাক্ষ করেছেন

এদিকে, রাতেই দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে ফেসবুক পোস্টে করা জানালেও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন! তিনি বলেন, আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হয়নি তবে সংসার জীবনে সমস্যা চলছে জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন গায়িকার স্বামী

প্রসঙ্গত, গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সেসময় কনার গাওয়াতুফানসিনেমারদুষ্টু কোকিলগানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল

২০০০ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করেন দিলশাদ নাহার কনা। অন্যদিকে, ২০০৬ সালেআকাশ ছোঁয়া ভালোবাসাসিনেমাতেপৃথিবীর যত সুখগানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয় ন্যান্সির। ক্যারিয়ারের শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কনার বিচ্ছেদ, ‘শেয়াল রাণীর বাণী’ বলে কেন কটাক্ষ করলেন ন্যান্সি

আপডেট সময় : ১০:৩৬:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বুধবার (২৫ জুন) রাতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন ওই পোস্টের ঘণ্টাখানেক পর কনাকে ইঙ্গিত করে পোস্ট করেছেন আরেক জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি! কটাক্ষ করে পোস্টটি দেন ন্যান্সি দীর্ঘ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা অবশেষে ভেঙে গেছে তাদের দীর্ঘ বছরের সংসার

কনা তার দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়েসবই আল্লাহর ইচ্ছা। এরপর তিনি তার বিচ্ছেদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়বাণীতে শেয়াল রাণী।

সংগীতপাড়ায় কান পাতলেই শোনা যায়, কনান্যান্সির সম্পর্ক ভালো নয়। তাদের দুজনের সম্পর্ক সাপেনেউলে! তবে ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্যটি ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেইশেয়াল রাণীবলে কটাক্ষ করেছেন

এদিকে, রাতেই দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে ফেসবুক পোস্টে করা জানালেও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন! তিনি বলেন, আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হয়নি তবে সংসার জীবনে সমস্যা চলছে জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন গায়িকার স্বামী

প্রসঙ্গত, গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সেসময় কনার গাওয়াতুফানসিনেমারদুষ্টু কোকিলগানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল

২০০০ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করেন দিলশাদ নাহার কনা। অন্যদিকে, ২০০৬ সালেআকাশ ছোঁয়া ভালোবাসাসিনেমাতেপৃথিবীর যত সুখগানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয় ন্যান্সির। ক্যারিয়ারের শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই