শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

পর্দা কাঁপাতে আসছেন বিজয়

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা আবারও ফিরছেন বড় পর্দায়। তার নতুন সিনেমা ‘কিংডম’ মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। অ্যাকশন, রাজনীতি ও আবেগে মোড়ানো এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

‘কিংডম’-এর গল্প আবর্তিত হয়েছে এক সাধারণ যুবককে ঘিরে, যিনি দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে নিজের আদর্শ, বিশ্বাস এবং ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে তাকে পার করতে হয় নানা চ্যালেঞ্জ।

এই চরিত্রে বিজয় দেবেরাকোন্ডা হাজির হচ্ছেন আগুনঝরা রূপে—যেখানে রয়েছে রাজনীতি, ক্ষমতার লড়াই এবং মানুষের মন জয় করার সংগ্রাম। পরিচালক গৌতম কৃষ্ণ ‘কিংডম’-এর মাধ্যমে তুলে ধরেছেন একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা।

বিজয়ের পাশাপাশি সিনেমাটিতে আছেন দক্ষিণী চলচ্চিত্রের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন ঈশ্বর্যা মেনন, যার সঙ্গে বিজয়ের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

এছাড়া পার্শ্ব চরিত্রে থাকছেন মুরলী শর্মা, রম্যা কৃষ্ণান, এবং প্রকাশ রাজ—যাদের শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

পরিচালনার পাশাপাশি সিনেমার সংলাপ ও চিত্রনাট্যেও মনোযোগ দিয়েছেন গৌতম কৃষ্ণ। ভিজ্যুয়াল গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অ্যাকশন দৃশ্যেও রয়েছে বড় বাজেটের ছোঁয়া।

সিনেমার প্রথম পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল পড়ে যায়। বিশেষ করে বিজয়ের ভিন্ন লুক, সংলাপ এবং বডি ল্যাঙ্গুয়েজ ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। অনেকেই বলছেন, ‘কিংডম’ হতে যাচ্ছে বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক।

ট্রেলার প্রকাশের পর থেকে ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউস মিলেছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। টুইটার, ইনস্টাগ্রাম এবং ফ্যান পেইজগুলোতেও ছড়িয়ে পড়েছে সিনেমাটি নিয়ে চর্চা।

‘কিংডম’ মুক্তি পাচ্ছে তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায়—একযোগে ভারতের প্রায় সব প্রান্তে। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তির পরিকল্পনা রয়েছে মুক্তির কিছুদিন পর।

সবমিলিয়ে বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’ শুধু আরেকটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে ভক্তদের জন্য এক দারুণ অভিজ্ঞতা—যেখানে থাকবে গল্প, অ্যাকশন, আবেগ ও দর্শনের শক্তিশালী মিশ্রণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পর্দা কাঁপাতে আসছেন বিজয়

আপডেট সময় : ০২:৩৩:০৫ অপরাহ্ণ, সোমবার, ২ জুন ২০২৫

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা আবারও ফিরছেন বড় পর্দায়। তার নতুন সিনেমা ‘কিংডম’ মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। অ্যাকশন, রাজনীতি ও আবেগে মোড়ানো এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

‘কিংডম’-এর গল্প আবর্তিত হয়েছে এক সাধারণ যুবককে ঘিরে, যিনি দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে নিজের আদর্শ, বিশ্বাস এবং ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে তাকে পার করতে হয় নানা চ্যালেঞ্জ।

এই চরিত্রে বিজয় দেবেরাকোন্ডা হাজির হচ্ছেন আগুনঝরা রূপে—যেখানে রয়েছে রাজনীতি, ক্ষমতার লড়াই এবং মানুষের মন জয় করার সংগ্রাম। পরিচালক গৌতম কৃষ্ণ ‘কিংডম’-এর মাধ্যমে তুলে ধরেছেন একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা।

বিজয়ের পাশাপাশি সিনেমাটিতে আছেন দক্ষিণী চলচ্চিত্রের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন ঈশ্বর্যা মেনন, যার সঙ্গে বিজয়ের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

এছাড়া পার্শ্ব চরিত্রে থাকছেন মুরলী শর্মা, রম্যা কৃষ্ণান, এবং প্রকাশ রাজ—যাদের শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

পরিচালনার পাশাপাশি সিনেমার সংলাপ ও চিত্রনাট্যেও মনোযোগ দিয়েছেন গৌতম কৃষ্ণ। ভিজ্যুয়াল গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অ্যাকশন দৃশ্যেও রয়েছে বড় বাজেটের ছোঁয়া।

সিনেমার প্রথম পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল পড়ে যায়। বিশেষ করে বিজয়ের ভিন্ন লুক, সংলাপ এবং বডি ল্যাঙ্গুয়েজ ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। অনেকেই বলছেন, ‘কিংডম’ হতে যাচ্ছে বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক।

ট্রেলার প্রকাশের পর থেকে ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউস মিলেছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। টুইটার, ইনস্টাগ্রাম এবং ফ্যান পেইজগুলোতেও ছড়িয়ে পড়েছে সিনেমাটি নিয়ে চর্চা।

‘কিংডম’ মুক্তি পাচ্ছে তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায়—একযোগে ভারতের প্রায় সব প্রান্তে। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তির পরিকল্পনা রয়েছে মুক্তির কিছুদিন পর।

সবমিলিয়ে বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’ শুধু আরেকটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে ভক্তদের জন্য এক দারুণ অভিজ্ঞতা—যেখানে থাকবে গল্প, অ্যাকশন, আবেগ ও দর্শনের শক্তিশালী মিশ্রণ।