শিরোনাম :
Logo ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাবি প্রেসক্লাবের জিসান Logo “সড়ক দুর্ঘটনায় আহত ভর্তিচ্ছু শিক্ষার্থী হামজালা-কে দেখতে গেলেন, হাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা” Logo সততা-সাহসিকতায় ও আন্তরিকতায় ‘নজির গড়লেন’ সদরপুরের ইউএনও জাকিয়া সুলতানা Logo ইউজিসির বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ইউটিউব দেখে ড্রাগন চাষ করে সফল কচুয়ার যুবক আক্তার বেপারী Logo প্রয়োজনীয় ওষুধের দোকান না থাকায় ভোগান্তিতে রাবি শিক্ষার্থীরা Logo চুয়াডাঙ্গা শহরে পুলিশের অভিযান, সাড়ে ৬ লাখ পিস নকল বিড়ি জব্দ Logo মেট গালায় বেবিবাম্প নিয়ে চমকে দিলেন কিয়ারা Logo মেট গালায় ‘কিং’ বেশে শাহরুখ, দ্যুতি ছড়ালেন আরও যারা Logo হত্যার হুমকি পেলেন শামি

মেট গালায় ‘কিং’ বেশে শাহরুখ, দ্যুতি ছড়ালেন আরও যারা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৫৮:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল এবারের মেট গালা ফ্যাশন ইভেন্ট। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড ‘কিং’ শাহরুখ খানকে। ছিলেন আরও বিশ্বের সব নামিদামি তারকারাও।

এবার প্রথম মেট গালায় পাওয়া যায় বলিউড তারকা শাহরুখ খানকে। শাহরুখ এসেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে।

তবে মেট গালায় অংশগ্রহণ করার পরেই তিনি জানান, এই প্রথম এবং এই শেষবার তিনি অংশগ্রহণ করলেন অনুষ্ঠানে। শুধুমাত্র সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্যই এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন।

এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মেট গালার আসরেই প্রথমবারের মতো জানা গেল, গায়িকা রয়েছেন তৃতীয় সন্তানের অপেক্ষায়। বেবি বাম্প নিয়ে মেট গালায় রিয়ানা—এমন খবরে অন্তর্জালে ঝড় উঠতে সময় লাগেনি। রিয়ানা এসেছিলেন আপদমস্তক কালো পোশাকে। রিয়ানার সঙ্গী অ্যাসাপ রকিও এসেছিলেন কালো পোশাকে। স্টাইলিশ লুকে ধরা দেন এই র্যাপার।
মেট গালায় ডেমি মুরও এসেছিলেন আকর্ষণীয় সাজে। এছাড়া গত বছরের সবেচেয়ে আলোচিত গায়িকাদের একজন চ্যাপেল রোন। এ গায়িকাও আলো ছড়িয়েছেন মেট গালায়। এসেছিলেন কার্দাশিয়ান পরিবারের আরেক সদস্য কাইলি জেনারও।

হালের আরেক তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টারও ছিলেন মেট গালায়। মেট গালায় হাজির ছিলেন আলোচিত ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স।
এসেছিলেন আলোচিত তরুণ অভিনেত্রী জেনডায়া। সাদা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
হাজির ছিলেন ব্ল্যাকপিংক গায়িকা লিসাও। এছাড়া মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। মেট গালায় বেবিবাম্প নিয়ে তার উপস্থিতি সাড়া ফেলেছে অন্তর্জালে।

তবে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আক্ষেপ নেই কারও। স্বামী নিক জোনাসের সঙ্গেই মেট গালায় হাজির হন প্রিয়াঙ্কা। তার সাজগোজ সকলের নজর কেড়েছে।
এছাড়া মেট গালায় রাজকীয় উপস্থিতি দেখা গেল জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের। মহারাজার বেশে সেখানে হাজির হলেন তারকা।

 

ট্যাগস :

ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাবি প্রেসক্লাবের জিসান

মেট গালায় ‘কিং’ বেশে শাহরুখ, দ্যুতি ছড়ালেন আরও যারা

আপডেট সময় : ০৪:৫৮:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল এবারের মেট গালা ফ্যাশন ইভেন্ট। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড ‘কিং’ শাহরুখ খানকে। ছিলেন আরও বিশ্বের সব নামিদামি তারকারাও।

এবার প্রথম মেট গালায় পাওয়া যায় বলিউড তারকা শাহরুখ খানকে। শাহরুখ এসেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে।

তবে মেট গালায় অংশগ্রহণ করার পরেই তিনি জানান, এই প্রথম এবং এই শেষবার তিনি অংশগ্রহণ করলেন অনুষ্ঠানে। শুধুমাত্র সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্যই এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন।

এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মেট গালার আসরেই প্রথমবারের মতো জানা গেল, গায়িকা রয়েছেন তৃতীয় সন্তানের অপেক্ষায়। বেবি বাম্প নিয়ে মেট গালায় রিয়ানা—এমন খবরে অন্তর্জালে ঝড় উঠতে সময় লাগেনি। রিয়ানা এসেছিলেন আপদমস্তক কালো পোশাকে। রিয়ানার সঙ্গী অ্যাসাপ রকিও এসেছিলেন কালো পোশাকে। স্টাইলিশ লুকে ধরা দেন এই র্যাপার।
মেট গালায় ডেমি মুরও এসেছিলেন আকর্ষণীয় সাজে। এছাড়া গত বছরের সবেচেয়ে আলোচিত গায়িকাদের একজন চ্যাপেল রোন। এ গায়িকাও আলো ছড়িয়েছেন মেট গালায়। এসেছিলেন কার্দাশিয়ান পরিবারের আরেক সদস্য কাইলি জেনারও।

হালের আরেক তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টারও ছিলেন মেট গালায়। মেট গালায় হাজির ছিলেন আলোচিত ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স।
এসেছিলেন আলোচিত তরুণ অভিনেত্রী জেনডায়া। সাদা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
হাজির ছিলেন ব্ল্যাকপিংক গায়িকা লিসাও। এছাড়া মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। মেট গালায় বেবিবাম্প নিয়ে তার উপস্থিতি সাড়া ফেলেছে অন্তর্জালে।

তবে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আক্ষেপ নেই কারও। স্বামী নিক জোনাসের সঙ্গেই মেট গালায় হাজির হন প্রিয়াঙ্কা। তার সাজগোজ সকলের নজর কেড়েছে।
এছাড়া মেট গালায় রাজকীয় উপস্থিতি দেখা গেল জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের। মহারাজার বেশে সেখানে হাজির হলেন তারকা।