শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

গাজীপুরে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। সোমবার (৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

হাতে জ্বলন্ত মশাল, মুখে প্রতিবাদী স্লোগান—”দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ”, “আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম”—এভাবেই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির উপর সরাসরি আঘাত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আসলাম হোসেন অর্ক। তাঁর সঙ্গে ছিলেন জেলা শাখার মুখ্য সংগঠক মো. সজিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. ফাহিম হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন এবং সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আবু হুমাইদি মুহাম্মদ ইউশা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, “হাসনাত আবদুল্লাহর উপর হামলা আমাদের সাংগঠনিক শক্তির উপর আঘাত। আমরা বিশ্বাস করি, এই হামলার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। এর তীব্র নিন্দা জানাই। সরকার যদি ভেবে থাকে এভাবে আমাদের দমন করা যাবে, তবে সেটা হবে তাদের ভ্রান্ত ধারণা। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার অবসানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

গাজীপুরে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল

আপডেট সময় : ০৮:০২:০৪ অপরাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। সোমবার (৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

হাতে জ্বলন্ত মশাল, মুখে প্রতিবাদী স্লোগান—”দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ”, “আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম”—এভাবেই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির উপর সরাসরি আঘাত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আসলাম হোসেন অর্ক। তাঁর সঙ্গে ছিলেন জেলা শাখার মুখ্য সংগঠক মো. সজিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. ফাহিম হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন এবং সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আবু হুমাইদি মুহাম্মদ ইউশা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, “হাসনাত আবদুল্লাহর উপর হামলা আমাদের সাংগঠনিক শক্তির উপর আঘাত। আমরা বিশ্বাস করি, এই হামলার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। এর তীব্র নিন্দা জানাই। সরকার যদি ভেবে থাকে এভাবে আমাদের দমন করা যাবে, তবে সেটা হবে তাদের ভ্রান্ত ধারণা। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার অবসানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।