শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

গাজীপুরে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। সোমবার (৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

হাতে জ্বলন্ত মশাল, মুখে প্রতিবাদী স্লোগান—”দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ”, “আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম”—এভাবেই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির উপর সরাসরি আঘাত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আসলাম হোসেন অর্ক। তাঁর সঙ্গে ছিলেন জেলা শাখার মুখ্য সংগঠক মো. সজিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. ফাহিম হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন এবং সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আবু হুমাইদি মুহাম্মদ ইউশা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, “হাসনাত আবদুল্লাহর উপর হামলা আমাদের সাংগঠনিক শক্তির উপর আঘাত। আমরা বিশ্বাস করি, এই হামলার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। এর তীব্র নিন্দা জানাই। সরকার যদি ভেবে থাকে এভাবে আমাদের দমন করা যাবে, তবে সেটা হবে তাদের ভ্রান্ত ধারণা। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার অবসানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

গাজীপুরে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল

আপডেট সময় : ০৮:০২:০৪ অপরাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। সোমবার (৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

হাতে জ্বলন্ত মশাল, মুখে প্রতিবাদী স্লোগান—”দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ”, “আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম”—এভাবেই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির উপর সরাসরি আঘাত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আসলাম হোসেন অর্ক। তাঁর সঙ্গে ছিলেন জেলা শাখার মুখ্য সংগঠক মো. সজিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. ফাহিম হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন এবং সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আবু হুমাইদি মুহাম্মদ ইউশা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, “হাসনাত আবদুল্লাহর উপর হামলা আমাদের সাংগঠনিক শক্তির উপর আঘাত। আমরা বিশ্বাস করি, এই হামলার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। এর তীব্র নিন্দা জানাই। সরকার যদি ভেবে থাকে এভাবে আমাদের দমন করা যাবে, তবে সেটা হবে তাদের ভ্রান্ত ধারণা। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার অবসানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।