রবিবার | ১৮ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান Logo বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত খুবির সাবেক শিক্ষার্থী মুজাহিদ Logo জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে, উপস্থিত রয়েছেন তারেক রহমান Logo চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। সোমবার (৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

হাতে জ্বলন্ত মশাল, মুখে প্রতিবাদী স্লোগান—”দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ”, “আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম”—এভাবেই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির উপর সরাসরি আঘাত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আসলাম হোসেন অর্ক। তাঁর সঙ্গে ছিলেন জেলা শাখার মুখ্য সংগঠক মো. সজিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. ফাহিম হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন এবং সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আবু হুমাইদি মুহাম্মদ ইউশা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, “হাসনাত আবদুল্লাহর উপর হামলা আমাদের সাংগঠনিক শক্তির উপর আঘাত। আমরা বিশ্বাস করি, এই হামলার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। এর তীব্র নিন্দা জানাই। সরকার যদি ভেবে থাকে এভাবে আমাদের দমন করা যাবে, তবে সেটা হবে তাদের ভ্রান্ত ধারণা। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার অবসানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল

আপডেট সময় : ০৮:০২:০৪ অপরাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। সোমবার (৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

হাতে জ্বলন্ত মশাল, মুখে প্রতিবাদী স্লোগান—”দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ”, “আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম”—এভাবেই হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাজনীতির উপর সরাসরি আঘাত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আসলাম হোসেন অর্ক। তাঁর সঙ্গে ছিলেন জেলা শাখার মুখ্য সংগঠক মো. সজিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. ফাহিম হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন এবং সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আবু হুমাইদি মুহাম্মদ ইউশা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, “হাসনাত আবদুল্লাহর উপর হামলা আমাদের সাংগঠনিক শক্তির উপর আঘাত। আমরা বিশ্বাস করি, এই হামলার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা জড়িত। এর তীব্র নিন্দা জানাই। সরকার যদি ভেবে থাকে এভাবে আমাদের দমন করা যাবে, তবে সেটা হবে তাদের ভ্রান্ত ধারণা। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার অবসানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।