সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসাদুল হক বিশ্বাসের ব্যাক্তিগত সহায়তায় রোগীরা পেল ৭টি নতুন ট্রলি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী পরিবহনে ব্যবহৃত ট্রলিগুলোর অধিকাংশই ছিল অচল কিংবা সীমিত সক্ষমতার। এতে করে মুমূর্ষু ও গুরুতর অসুস্থ রোগীদের জরুরি অবস্থায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বা জরুরি বিভাগে নেওয়ার ক্ষেত্রে রোগীর স্বজনদের পড়তে হচ্ছিল চরম ভোগান্তিতে।

এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন মোঃ আসাদুল হক বিশ্বাস। ‘সেবাই ধর্ম, মানবতাই ধর্ম’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আজ (৪ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগী পরিবহনের জন্য সাতটি নতুন টলি হস্তান্তর করেন।

হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিব সাদী।

হস্তান্তরের সময় মোঃ আসাদুল হক বিশ্বাস বলেন, “মানবসেবা পরম সেবা। অতীতের মতো সারাজীবন আমি চেষ্টা করি মানুষের কষ্টে পাশে দাঁড়াতে। এই টলিগুলো যেন রোগীদের কিছুটা উপকারে আসে, সেটাই আমার চাওয়া।”

হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নতুন টলিগুলোর সংযোজন রোগী পরিবহনে কার্যকর ভূমিকা রাখবে এবং বহুমাত্রিক চাপ কিছুটা হলেও কমবে।

স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এমন ব্যক্তি উদ্যোগ রোগীসেবার পরিপূরক হিসেবে কাজ করবে এবং আরও অনেককেই এ ধরনের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসাদুল হক বিশ্বাসের ব্যাক্তিগত সহায়তায় রোগীরা পেল ৭টি নতুন ট্রলি

আপডেট সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী পরিবহনে ব্যবহৃত ট্রলিগুলোর অধিকাংশই ছিল অচল কিংবা সীমিত সক্ষমতার। এতে করে মুমূর্ষু ও গুরুতর অসুস্থ রোগীদের জরুরি অবস্থায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বা জরুরি বিভাগে নেওয়ার ক্ষেত্রে রোগীর স্বজনদের পড়তে হচ্ছিল চরম ভোগান্তিতে।

এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন মোঃ আসাদুল হক বিশ্বাস। ‘সেবাই ধর্ম, মানবতাই ধর্ম’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আজ (৪ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগী পরিবহনের জন্য সাতটি নতুন টলি হস্তান্তর করেন।

হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিব সাদী।

হস্তান্তরের সময় মোঃ আসাদুল হক বিশ্বাস বলেন, “মানবসেবা পরম সেবা। অতীতের মতো সারাজীবন আমি চেষ্টা করি মানুষের কষ্টে পাশে দাঁড়াতে। এই টলিগুলো যেন রোগীদের কিছুটা উপকারে আসে, সেটাই আমার চাওয়া।”

হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নতুন টলিগুলোর সংযোজন রোগী পরিবহনে কার্যকর ভূমিকা রাখবে এবং বহুমাত্রিক চাপ কিছুটা হলেও কমবে।

স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এমন ব্যক্তি উদ্যোগ রোগীসেবার পরিপূরক হিসেবে কাজ করবে এবং আরও অনেককেই এ ধরনের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে।