শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসাদুল হক বিশ্বাসের ব্যাক্তিগত সহায়তায় রোগীরা পেল ৭টি নতুন ট্রলি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী পরিবহনে ব্যবহৃত ট্রলিগুলোর অধিকাংশই ছিল অচল কিংবা সীমিত সক্ষমতার। এতে করে মুমূর্ষু ও গুরুতর অসুস্থ রোগীদের জরুরি অবস্থায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বা জরুরি বিভাগে নেওয়ার ক্ষেত্রে রোগীর স্বজনদের পড়তে হচ্ছিল চরম ভোগান্তিতে।

এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন মোঃ আসাদুল হক বিশ্বাস। ‘সেবাই ধর্ম, মানবতাই ধর্ম’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আজ (৪ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগী পরিবহনের জন্য সাতটি নতুন টলি হস্তান্তর করেন।

হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিব সাদী।

হস্তান্তরের সময় মোঃ আসাদুল হক বিশ্বাস বলেন, “মানবসেবা পরম সেবা। অতীতের মতো সারাজীবন আমি চেষ্টা করি মানুষের কষ্টে পাশে দাঁড়াতে। এই টলিগুলো যেন রোগীদের কিছুটা উপকারে আসে, সেটাই আমার চাওয়া।”

হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নতুন টলিগুলোর সংযোজন রোগী পরিবহনে কার্যকর ভূমিকা রাখবে এবং বহুমাত্রিক চাপ কিছুটা হলেও কমবে।

স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এমন ব্যক্তি উদ্যোগ রোগীসেবার পরিপূরক হিসেবে কাজ করবে এবং আরও অনেককেই এ ধরনের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসাদুল হক বিশ্বাসের ব্যাক্তিগত সহায়তায় রোগীরা পেল ৭টি নতুন ট্রলি

আপডেট সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী পরিবহনে ব্যবহৃত ট্রলিগুলোর অধিকাংশই ছিল অচল কিংবা সীমিত সক্ষমতার। এতে করে মুমূর্ষু ও গুরুতর অসুস্থ রোগীদের জরুরি অবস্থায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বা জরুরি বিভাগে নেওয়ার ক্ষেত্রে রোগীর স্বজনদের পড়তে হচ্ছিল চরম ভোগান্তিতে।

এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন মোঃ আসাদুল হক বিশ্বাস। ‘সেবাই ধর্ম, মানবতাই ধর্ম’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আজ (৪ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগী পরিবহনের জন্য সাতটি নতুন টলি হস্তান্তর করেন।

হাসপাতালের প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিব সাদী।

হস্তান্তরের সময় মোঃ আসাদুল হক বিশ্বাস বলেন, “মানবসেবা পরম সেবা। অতীতের মতো সারাজীবন আমি চেষ্টা করি মানুষের কষ্টে পাশে দাঁড়াতে। এই টলিগুলো যেন রোগীদের কিছুটা উপকারে আসে, সেটাই আমার চাওয়া।”

হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নতুন টলিগুলোর সংযোজন রোগী পরিবহনে কার্যকর ভূমিকা রাখবে এবং বহুমাত্রিক চাপ কিছুটা হলেও কমবে।

স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এমন ব্যক্তি উদ্যোগ রোগীসেবার পরিপূরক হিসেবে কাজ করবে এবং আরও অনেককেই এ ধরনের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে।