শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেং গুরিয়ন সংলগ্ন এলাকায় রোববার ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল থেকে কালো ধোঁয়ার কুন্ডলী পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, এটি বেং গুরিয়ন বিমানবন্দরের কাছের একটি এলাকায় পড়েছে। রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে সাইরেন শোনা গেছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে দৌড়ে যান।

বিমানবন্দরের মুখপাত্রের মতে, এতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে, যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল-৩ এর পার্কিং লটের কাছের একটি রাস্তায় পড়েছে। একাধিক সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত রাস্তা দেখা গেছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ হামলায় গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে এক পুরুষ ও এক নারী হালকা আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুই জন যাত্রী আতঙ্কের কারণে চিকিৎসা গ্রহণ করছেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৩:৩০:৩৮ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫
ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেং গুরিয়ন সংলগ্ন এলাকায় রোববার ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল থেকে কালো ধোঁয়ার কুন্ডলী পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, এটি বেং গুরিয়ন বিমানবন্দরের কাছের একটি এলাকায় পড়েছে। রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে সাইরেন শোনা গেছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে দৌড়ে যান।

বিমানবন্দরের মুখপাত্রের মতে, এতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে, যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল-৩ এর পার্কিং লটের কাছের একটি রাস্তায় পড়েছে। একাধিক সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত রাস্তা দেখা গেছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ হামলায় গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে এক পুরুষ ও এক নারী হালকা আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুই জন যাত্রী আতঙ্কের কারণে চিকিৎসা গ্রহণ করছেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালিয়েছে।