নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ এপ্রিল ভুটান যাচ্ছেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়। ভূটানের আগে ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর ভারত সফর। এরপর অটিজম বিষয়ক ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজর্ডার ভুটান ২০১৭’ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও যেতে পারেন। পুতুল অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর এই সফরে দু’দেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানা যায়।
আগামী ১৯-২১ এপ্রিল ভুটানের থিম্পুতে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বাংলাদেশ।
বাংলাদেশ ও ভুটান যৌথভাবে এই সম্মেলনটি আয়োজন করছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং অ্যাবিলিটি ভুটান সোসাইটি এ সম্মেলনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।