এবার পুলিশ সপ্তাহ হবে অনাড়ম্বর, অতীতের কাজের মূল্যায়ন ও ভবিষ্যতের পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। প্রধান উপদেষ্টা এতে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন আইজিপি। এসময় তিনি আরও বলেন, এবারের পুলিশ সপ্তাহ হবে শুরু হবে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত।
আইজিপি বলেন, পলাতক পুলিশ সদস্যদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে, এরই মধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। অর্থ আদায় বা বিভিন্ন স্বার্থে মিথ্যে মামলা দেয়া হচ্ছে। কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হবে না। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরই গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশের অপারেশনাল কার্যক্রম আলাদা কমিশনের অধীনে দেয়া যেতে পারে বলে অভিমত তার। বলেন, পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হলে জানা যাবে ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ কারা দিয়েছিলো।
আইজিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় ৫ আগস্টের পর ১৫শ মামলা হয়েছে। এর মধ্যে ৬ শ হত্যা মামলা, হত্যা মামলার বাইরে দায়ের করা মামলার মধ্যে দুটিতে অভিযোগপত্র দেয়া হয়েছে।