শিরোনাম :
Logo শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির Logo সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে আটক করে বিজিবির হাতে দিল বিএসএফ Logo তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা Logo সিরাজগঞ্জে সড়কদ্বীপে আগাছা পরিস্কার Logo চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা Logo অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান হিরো মনির Logo কয়রায় সিপিপির আড়ালে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ Logo চাঁদপুর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের যোগদান Logo খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার!

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:০১:৫০ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা শাহরুখপত্নী গৌরী খানের রেস্তোরাঁ ‘তৌরি’-তে নাকি ‘নকল’ পনির পরিবেশন করা হচ্ছে। আর তার এমন অভিযোগের কারণেই সমালোচনার মুখে পড়েছে রেস্তোরাঁটি। ভারতের একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমন দাবি করেছেন। তবে আরেক ইউটিউবার সেই বদনাম থেকে রক্ষা করার চেষ্টা করেন গৌরী খানকে। 

দিন কয়েক আগে ইউটিউবার সার্থক সচদেব একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে তার দাবি, গৌরী খান নাকি তার রেস্তোরাঁয় ‘ফেক’ পনির খাওয়াচ্ছেন লোককে। সার্থকের ভিডিও দেখে চোখ কপালে ওঠে নেটিজেনদের। রেস্তোরাঁর খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে।

তারপর রেস্তোরাঁর তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, সব অভিযোগ মিথ্যা। পরবর্তীতে তারকা শেফ বিকাশ খান্নাও সমর্থন করেন রেস্তোরাঁর দাবিকেই। এবার আর এক ইউটিউবার গৌরীর রেস্তোরাঁর পনির নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, পনির পরীক্ষায় গলদ ছিল। ঘটনাচক্রে সেই ইউটিউবার একটি ডেয়ারি কোম্পানির মালিকও। তার নাম গৌরব তানেজা।

গৌরবের যুক্তি, অধিকাংশ ‘ফেক’ পনিরই এই পরীক্ষায় পাশ করে যায়। এর কারণ স্পষ্ট— ‘ফেক’ পনিরে স্টার্চ থাকে না। আয়োডিন পরীক্ষা পনিরে স্টার্চের পরিমাণ সম্পর্কে যাচাই করে, কিন্তু তাতে পনিরের মান কেমন, তা বোঝা যায় না।

তিনি বলেছেন, ‘৯৯ শতাংশ ‘ফেক’ পনির আয়োডিন পরীক্ষায় পাশ করে যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইনফ্লুয়েন্সাররা এখন নিজেদের সঙ্গে আয়োডিন নিয়ে ঘোরেন। রেস্তোরাঁয় গিয়ে নিজেরাই খাবারের মান পরীক্ষা করেন। খাবারের মান সম্পর্কে মানুষের সামনে সত্যতা তুলে ধরার চেষ্টা করেন। তাতে কোনও লাভ হয় না। তাতে পনিরের মানও বোঝা যায় না।’

গৌরবের জানিয়েছেন, দুধ থেকে ফ্যাট আলাদা করা যায়। সেই ফ্যাট থেকে ঘি কিংবা ক্রিম তৈরি করা হয়। তারপর যে দুধ পড়ে থাকে, তাতে কোনও ফ্যাটই থাকে না। সেই ফ্যাট-হীন দুধে ভেজিটেবল তেল কিংবা পামের তেল মিশিয়ে, তা দিয়ে পনির তৈরি করে বাজারে বিক্রি করা হয়। সেই পনিরে কোনও স্টার্চ থাকে না।

গৌরীর রেস্তোরাঁর পনির নিয়ে ইনস্টাগ্রামে কিছু কথা লিখেছেন শেখ বিকাশ খান্না। তার বক্তব্য, ‘বিগত কয়েক বছর ধরে রান্নাবান্না নিয়েই আমার কারবার। এমন বিশ্রী গুজব সম্পর্কে আগে জানতে পারিনি…।’

সার্থক সচদেবের ভিডিয়োতে দেখা যায়, যেই না তিনি পনিরের উপর আয়োডিন ঢালতে শুরু করেন, তাতে স্টার্চের উপস্থিতি বেরিয়ে আসে। এমনটা হতে দেখে সার্থকের সঙ্গে নেটিজেনদেরও মনে হতে শুরু করে, গৌরীর রেস্তোরাঁয় ‘ফেক’ পনির বিক্রি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির

শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার!

আপডেট সময় : ০১:০১:৫০ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
বলিউড অভিনেতা শাহরুখপত্নী গৌরী খানের রেস্তোরাঁ ‘তৌরি’-তে নাকি ‘নকল’ পনির পরিবেশন করা হচ্ছে। আর তার এমন অভিযোগের কারণেই সমালোচনার মুখে পড়েছে রেস্তোরাঁটি। ভারতের একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমন দাবি করেছেন। তবে আরেক ইউটিউবার সেই বদনাম থেকে রক্ষা করার চেষ্টা করেন গৌরী খানকে। 

দিন কয়েক আগে ইউটিউবার সার্থক সচদেব একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে তার দাবি, গৌরী খান নাকি তার রেস্তোরাঁয় ‘ফেক’ পনির খাওয়াচ্ছেন লোককে। সার্থকের ভিডিও দেখে চোখ কপালে ওঠে নেটিজেনদের। রেস্তোরাঁর খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে।

তারপর রেস্তোরাঁর তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, সব অভিযোগ মিথ্যা। পরবর্তীতে তারকা শেফ বিকাশ খান্নাও সমর্থন করেন রেস্তোরাঁর দাবিকেই। এবার আর এক ইউটিউবার গৌরীর রেস্তোরাঁর পনির নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, পনির পরীক্ষায় গলদ ছিল। ঘটনাচক্রে সেই ইউটিউবার একটি ডেয়ারি কোম্পানির মালিকও। তার নাম গৌরব তানেজা।

গৌরবের যুক্তি, অধিকাংশ ‘ফেক’ পনিরই এই পরীক্ষায় পাশ করে যায়। এর কারণ স্পষ্ট— ‘ফেক’ পনিরে স্টার্চ থাকে না। আয়োডিন পরীক্ষা পনিরে স্টার্চের পরিমাণ সম্পর্কে যাচাই করে, কিন্তু তাতে পনিরের মান কেমন, তা বোঝা যায় না।

তিনি বলেছেন, ‘৯৯ শতাংশ ‘ফেক’ পনির আয়োডিন পরীক্ষায় পাশ করে যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইনফ্লুয়েন্সাররা এখন নিজেদের সঙ্গে আয়োডিন নিয়ে ঘোরেন। রেস্তোরাঁয় গিয়ে নিজেরাই খাবারের মান পরীক্ষা করেন। খাবারের মান সম্পর্কে মানুষের সামনে সত্যতা তুলে ধরার চেষ্টা করেন। তাতে কোনও লাভ হয় না। তাতে পনিরের মানও বোঝা যায় না।’

গৌরবের জানিয়েছেন, দুধ থেকে ফ্যাট আলাদা করা যায়। সেই ফ্যাট থেকে ঘি কিংবা ক্রিম তৈরি করা হয়। তারপর যে দুধ পড়ে থাকে, তাতে কোনও ফ্যাটই থাকে না। সেই ফ্যাট-হীন দুধে ভেজিটেবল তেল কিংবা পামের তেল মিশিয়ে, তা দিয়ে পনির তৈরি করে বাজারে বিক্রি করা হয়। সেই পনিরে কোনও স্টার্চ থাকে না।

গৌরীর রেস্তোরাঁর পনির নিয়ে ইনস্টাগ্রামে কিছু কথা লিখেছেন শেখ বিকাশ খান্না। তার বক্তব্য, ‘বিগত কয়েক বছর ধরে রান্নাবান্না নিয়েই আমার কারবার। এমন বিশ্রী গুজব সম্পর্কে আগে জানতে পারিনি…।’

সার্থক সচদেবের ভিডিয়োতে দেখা যায়, যেই না তিনি পনিরের উপর আয়োডিন ঢালতে শুরু করেন, তাতে স্টার্চের উপস্থিতি বেরিয়ে আসে। এমনটা হতে দেখে সার্থকের সঙ্গে নেটিজেনদেরও মনে হতে শুরু করে, গৌরীর রেস্তোরাঁয় ‘ফেক’ পনির বিক্রি হয়।