মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা, জানা গেল কোন স্তরে কমছে কত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৪০:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৭৬২ বার পড়া হয়েছে

সামিট কমিউনিকেশনস বিভিন্ন স্তরে ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ইন্টারনেট দামে ১০ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সামিট কমিউনিকেশনস।

সামিট বলছে, আমরা প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দূরদর্শী উদ্যোগ তার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামিট কমিউনিকেশনস সব সময়ই বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের প্রতি সহায়ক ভূমিকা পালন করে এসেছে। আমরা প্রতিযোগিতামূলক মূল্যের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে সর্বোত্তম মানের সেবা দিয়ে থাকি। আমাদের নেটওয়ার্কের সার্ভিস পয়েন্টগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি সময় সেবা নিশ্চিত করা হয়েছে। ইন্টারনেটের গুণগতমান বাড়ানোর লক্ষ্যে সরকার ঘোষিত প্রতিটি উদ্যোগে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

গত ১৭ এপ্রিল বিটিআরসিতে টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক ৫০০ টাকায় ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেন।

বিষয়টি উল্লেখ করে সামিটের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আইএসপি ইন্ডাস্ট্রির ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এই সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী দামে সরবরাহে সহায়তা করতে সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা কমিটি ইন্টারনেটের দামে ১০ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে ১৫-২০ শতাংশ ছাড়ের ঘোষণা করতে পেরে আনন্দিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা, জানা গেল কোন স্তরে কমছে কত

আপডেট সময় : ০৯:৪০:০৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সামিট কমিউনিকেশনস বিভিন্ন স্তরে ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ইন্টারনেট দামে ১০ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সামিট কমিউনিকেশনস।

সামিট বলছে, আমরা প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দূরদর্শী উদ্যোগ তার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামিট কমিউনিকেশনস সব সময়ই বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের প্রতি সহায়ক ভূমিকা পালন করে এসেছে। আমরা প্রতিযোগিতামূলক মূল্যের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে সর্বোত্তম মানের সেবা দিয়ে থাকি। আমাদের নেটওয়ার্কের সার্ভিস পয়েন্টগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি সময় সেবা নিশ্চিত করা হয়েছে। ইন্টারনেটের গুণগতমান বাড়ানোর লক্ষ্যে সরকার ঘোষিত প্রতিটি উদ্যোগে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

গত ১৭ এপ্রিল বিটিআরসিতে টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক ৫০০ টাকায় ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেন।

বিষয়টি উল্লেখ করে সামিটের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আইএসপি ইন্ডাস্ট্রির ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এই সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী দামে সরবরাহে সহায়তা করতে সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা কমিটি ইন্টারনেটের দামে ১০ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে ১৫-২০ শতাংশ ছাড়ের ঘোষণা করতে পেরে আনন্দিত।