সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৮১৯ বার পড়া হয়েছে
ঢালিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা অবশেষে আনুষ্ঠানিকভাবে অভিনয়কে বিদায় জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে আর দেখা যাবে না। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

অভিনেতা বলেন, ‘অভিনেতা হিসেবে ১৯৭৩ সালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেই হিসেবে প্রায় ৫২ বছর হয়েছে। চলতে চলতে তো এক পর্যায়ে শেষ হতেই হয়। অভিনয়কে বুকের মধ্যে আমি লালন করলেও আমাকে আর প্রফেশনাল অভিনয়ে দেখা যাবে না। আমি সক্রিয় রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

সোহেল রানা বলেন, ‘আমাকে আর নতুন করে পর্দায় দেখা যাবে না। শরীরও আর আগের মতো সাপোর্ট করছে না। কিন্তু এখনো একটি সিনেমা পরিচালনা করার শখ রয়েছে আমার। তবে মনে হচ্ছে, বয়সে আর সেটি কুলাবে না।’

তিনি বলেন, ‘অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ হচ্ছে বয়স। আমার বয়স এখন ৭৯ বছর। অভিনয় ও রাজনীতি দুটির সঙ্গে আমাকে জড়িয়ে থাকতে হলে বেশ অ্যাক্টিভিটি থাকা প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন। শারীরিক পরিস্থিতির জন্য এসব পারছি না। এখন থাকার অর্থ জোর করে থাকা।’

দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে শোবিজে পা রাখেন তিনি। এটি মুক্তি পায় ১৯৭২ সালে। এর দুই বছর পর অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা হিসেবে, ‘মাসুদ রানা’ সিনেমা দিয়ে। এর পরিচালনাও করেছিলেন তিনি। ৫২ বছরের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় তিন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সরব ছিলেন সোহেল রানা। সোহেল রানাকে সর্বশেষ দেখা গেছে তানভীর হোসেনের ‘মধ্যবিত্ত’ সিনেমায়। এটি মুক্তি পায় চলতি বছর জানুয়ারিতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
ঢালিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা অবশেষে আনুষ্ঠানিকভাবে অভিনয়কে বিদায় জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে আর দেখা যাবে না। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

অভিনেতা বলেন, ‘অভিনেতা হিসেবে ১৯৭৩ সালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেই হিসেবে প্রায় ৫২ বছর হয়েছে। চলতে চলতে তো এক পর্যায়ে শেষ হতেই হয়। অভিনয়কে বুকের মধ্যে আমি লালন করলেও আমাকে আর প্রফেশনাল অভিনয়ে দেখা যাবে না। আমি সক্রিয় রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

সোহেল রানা বলেন, ‘আমাকে আর নতুন করে পর্দায় দেখা যাবে না। শরীরও আর আগের মতো সাপোর্ট করছে না। কিন্তু এখনো একটি সিনেমা পরিচালনা করার শখ রয়েছে আমার। তবে মনে হচ্ছে, বয়সে আর সেটি কুলাবে না।’

তিনি বলেন, ‘অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ হচ্ছে বয়স। আমার বয়স এখন ৭৯ বছর। অভিনয় ও রাজনীতি দুটির সঙ্গে আমাকে জড়িয়ে থাকতে হলে বেশ অ্যাক্টিভিটি থাকা প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন। শারীরিক পরিস্থিতির জন্য এসব পারছি না। এখন থাকার অর্থ জোর করে থাকা।’

দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে শোবিজে পা রাখেন তিনি। এটি মুক্তি পায় ১৯৭২ সালে। এর দুই বছর পর অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা হিসেবে, ‘মাসুদ রানা’ সিনেমা দিয়ে। এর পরিচালনাও করেছিলেন তিনি। ৫২ বছরের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় তিন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সরব ছিলেন সোহেল রানা। সোহেল রানাকে সর্বশেষ দেখা গেছে তানভীর হোসেনের ‘মধ্যবিত্ত’ সিনেমায়। এটি মুক্তি পায় চলতি বছর জানুয়ারিতে।