সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের

কেন তিন বিয়ে করেছেন, জানালেন হিরো আলম

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বগুড়ার নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে হিরো আলম জানান, তার পালক বাবা আবদুর রাজ্জাক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত এক মাস তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে বাবার পাশে ছিলেন। কিন্তু সেই সময়ে স্ত্রী রিয়া মনি কিংবা তার পরিবারের কেউ বাবাকে দেখতে আসেননি। এমনকি মৃত্যুর পরও বাবার লাশ দেখতে আসেননি।

হিরো আলম অভিযোগ করে বলেন, আমি হাসপাতালে বাবার জন্য দিনরাত কাটাচ্ছি, আর সে অন্যদের সঙ্গে কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। এসব মানা যায় না। তাই আমি ওর সঙ্গে আর সংসার করতে পারব না। তাকে তালাক দেব।

হিরো আলম তার একাধিক বিয়ে এবং রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ২০১৭ সালে আমার প্রথম স্ত্রী মামলা করেছিলেন, সংসার ভেঙে যায়। দ্বিতীয় বিয়েও টেকেনি। এরপর রিয়া মনির সঙ্গে পরিচয় হয়, যে কিনা আমার সিনেমার নায়িকা ছিল। কিন্তু বিয়ের পর সে আমার অমতে অন্যদের সঙ্গে ভিডিও করত। একাধিকবার নিষেধ করলেও শোনেনি।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় থাকা হিরো আলমের এই তালাক ঘোষণাও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

প্রসঙ্গত, হিরো আলম রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন। ২০২৩ সালের বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন। পরে তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন, যেখানে ভোটগ্রহণের দিন তার ওপর হামলার অভিযোগ উঠে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

কেন তিন বিয়ে করেছেন, জানালেন হিরো আলম

আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বগুড়ার নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে হিরো আলম জানান, তার পালক বাবা আবদুর রাজ্জাক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত এক মাস তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে বাবার পাশে ছিলেন। কিন্তু সেই সময়ে স্ত্রী রিয়া মনি কিংবা তার পরিবারের কেউ বাবাকে দেখতে আসেননি। এমনকি মৃত্যুর পরও বাবার লাশ দেখতে আসেননি।

হিরো আলম অভিযোগ করে বলেন, আমি হাসপাতালে বাবার জন্য দিনরাত কাটাচ্ছি, আর সে অন্যদের সঙ্গে কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। এসব মানা যায় না। তাই আমি ওর সঙ্গে আর সংসার করতে পারব না। তাকে তালাক দেব।

হিরো আলম তার একাধিক বিয়ে এবং রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ২০১৭ সালে আমার প্রথম স্ত্রী মামলা করেছিলেন, সংসার ভেঙে যায়। দ্বিতীয় বিয়েও টেকেনি। এরপর রিয়া মনির সঙ্গে পরিচয় হয়, যে কিনা আমার সিনেমার নায়িকা ছিল। কিন্তু বিয়ের পর সে আমার অমতে অন্যদের সঙ্গে ভিডিও করত। একাধিকবার নিষেধ করলেও শোনেনি।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় থাকা হিরো আলমের এই তালাক ঘোষণাও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

প্রসঙ্গত, হিরো আলম রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন। ২০২৩ সালের বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন। পরে তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন, যেখানে ভোটগ্রহণের দিন তার ওপর হামলার অভিযোগ উঠে।