শিরোনাম :
Logo শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির Logo সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে আটক করে বিজিবির হাতে দিল বিএসএফ Logo তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা Logo সিরাজগঞ্জে সড়কদ্বীপে আগাছা পরিস্কার Logo চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা Logo অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান হিরো মনির Logo কয়রায় সিপিপির আড়ালে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ Logo চাঁদপুর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের যোগদান Logo খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

এবার বাসভবনে ঢুকে সালমানকে হত্যার হুমকি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে
বলিউড সুপারস্টার সালমান খান আবারও মৃত্যুহুমকির মুখে পড়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (১৩ এপ্রিল) মুম্বাই ট্রাফিক পুলিশের ওয়ারলি ইউনিটের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে অভিনেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী গালফ নিউজ জানিয়েছে, ওই বার্তায় বলা হয়, সালমান খানের বাসভবনে ঢুকে তাকে হত্যা করা হবে। এছাড়াও তার গাড়িতে বোমা রাখার হুমকিও দেওয়া হয়েছে।

এই ঘটনায় ওয়ারলি থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে এই বার্তা পাঠিয়েছে, তাকে এখনও শনাক্ত করা যায়নি।

এই প্রথম নয়—এর আগেও সালমান খানের বিরুদ্ধে একাধিকবার প্রাণনাশের হুমকি এসেছে।

২০২৪ সালের এপ্রিল মাসে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি সালমানের বান্দ্রার বাড়ির সামনে গুলি ছোড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নবি মুম্বাই পুলিশ পরবর্তীতে তদন্তে জানতে পারে, সালমানের পানভেল ফার্মহাউসে যাওয়ার পথে তাকে টার্গেট করার পরিকল্পনা ছিল বিশ্নোই গ্যাংয়ের।

চলমান হুমকির প্রেক্ষিতে সালমান তার নিরাপত্তা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। ব্যক্তিগত সুরক্ষার জন্য তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন এবং বুলেটপ্রুফ এসইউভি ব্যবহার করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

তবে হুমকি উপেক্ষা করে পেশাগত কাজে থেমে নেই তিনি।

এ বছর ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের নতুন অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। এটি পরিচালনা করেছেন এ.আর. মুরগাদাস, এবং এতে সালমানের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, সত্যরাজ, কাজল আগরওয়াল ও শর্মন জোশি। ৩০ মার্চ প্রেক্ষাগৃহে আসে ছবিটি। যদিও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

এদিকে, সালমান খান এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সর্বশেষ হুমকি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির

এবার বাসভবনে ঢুকে সালমানকে হত্যার হুমকি

আপডেট সময় : ০৭:৩৮:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
বলিউড সুপারস্টার সালমান খান আবারও মৃত্যুহুমকির মুখে পড়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (১৩ এপ্রিল) মুম্বাই ট্রাফিক পুলিশের ওয়ারলি ইউনিটের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে অভিনেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী গালফ নিউজ জানিয়েছে, ওই বার্তায় বলা হয়, সালমান খানের বাসভবনে ঢুকে তাকে হত্যা করা হবে। এছাড়াও তার গাড়িতে বোমা রাখার হুমকিও দেওয়া হয়েছে।

এই ঘটনায় ওয়ারলি থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে এই বার্তা পাঠিয়েছে, তাকে এখনও শনাক্ত করা যায়নি।

এই প্রথম নয়—এর আগেও সালমান খানের বিরুদ্ধে একাধিকবার প্রাণনাশের হুমকি এসেছে।

২০২৪ সালের এপ্রিল মাসে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি সালমানের বান্দ্রার বাড়ির সামনে গুলি ছোড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নবি মুম্বাই পুলিশ পরবর্তীতে তদন্তে জানতে পারে, সালমানের পানভেল ফার্মহাউসে যাওয়ার পথে তাকে টার্গেট করার পরিকল্পনা ছিল বিশ্নোই গ্যাংয়ের।

চলমান হুমকির প্রেক্ষিতে সালমান তার নিরাপত্তা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। ব্যক্তিগত সুরক্ষার জন্য তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন এবং বুলেটপ্রুফ এসইউভি ব্যবহার করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

তবে হুমকি উপেক্ষা করে পেশাগত কাজে থেমে নেই তিনি।

এ বছর ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের নতুন অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। এটি পরিচালনা করেছেন এ.আর. মুরগাদাস, এবং এতে সালমানের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, সত্যরাজ, কাজল আগরওয়াল ও শর্মন জোশি। ৩০ মার্চ প্রেক্ষাগৃহে আসে ছবিটি। যদিও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

এদিকে, সালমান খান এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সর্বশেষ হুমকি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।