শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

আলোচনায় থাকলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারলো না মাম্মুট্টির ‘বাজুকা’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে

বিষু উৎসব উপলক্ষে দক্ষিণী (মলয়ালম) সুপারস্টার মাম্মুট্টির নতুন অ্যাকশন থ্রিলার মুভি ‘বাজুকা’ ছুটির দিন মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

দ্বীনো ডেনিস পরিচালিত এই সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে শুক্রবার (১১ এপ্রিল) ভারতে আয় করেছে প্রায় ২০ মিলিয়ন রুপি, যার ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন রুপি।

প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) ছবিটি আয় করেছিল ৩০ দশমিক ২ মিলিয়ন রুপি, তবে দ্বিতীয় দিনে সেই গতি ধরে রাখতে পারেনি। দর্শক উপস্থিতি কমে যাওয়ায় আয় ৪৮ দশমিক ৫৩ শতাংশ থেকে নেমে ৩৯ দশমিক ৭৭ শতাশেং চলে আসে।

যদিও ছবিটির স্টাইলিশ উপস্থাপনা এবং মাম্মুট্টির দূর্দান্ত অভিনয় প্রশংসিত হয়েছে, তবে খুব সরল গল্প ও দুর্বল প্রচারণা কারণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। তবুও উৎসব উপলক্ষে মুক্তি ও মাম্মুট্টির বিশাল দর্শক সমর্থকের জন্য সিনোমাটিকে টিকেয়ে রেখেছে।

তুলনামূলকভাবে, ‘বাজুকা’ আগের ছবি ‘ডোমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স’ থেকে ভালো করলেও, ওই সিনোম সপ্তাহের শুরুর চার দিনেই যা আয় করেছিল বাজুকা এখনও এর দুই দিনের আয়কে ছুঁতে পারেনি। অথচ যেই সিনেমা ভালো রিভিউ ও দর্শকদের মুখে-মুখে প্রশংসার কারণে সফল হয়েছিল।

এদিকে মাম্মুট্টির আরেকটি অ্যাকশন ছবি ‘টার্বো’-এর সঙ্গে তুলনা করলেও দেখা যায়, টার্বো প্রথম দিনেই ৬০ মিলিয়ন রুপি আয় করেছিল কিন্তু ‘বাজুকা’ এখন পর্যন্ত সেই সংখ্যার ধারে কাছেও যেতে পারেনি

মাম্মুট্টির এরপর আসছে মহেশ নারায়ণন পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘এমএমএমএন’ সিনামার প্রজেক্ট। এই সিনামায় দীর্ঘ এক দশক পর মোহনলালের সঙ্গে মাম্মুট্টির পুণরায় সাক্ষাৎ হতে চলেছে। এই ছবিটি ঘিরে দর্শকমহলে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

আলোচনায় থাকলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারলো না মাম্মুট্টির ‘বাজুকা’

আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বিষু উৎসব উপলক্ষে দক্ষিণী (মলয়ালম) সুপারস্টার মাম্মুট্টির নতুন অ্যাকশন থ্রিলার মুভি ‘বাজুকা’ ছুটির দিন মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

দ্বীনো ডেনিস পরিচালিত এই সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে শুক্রবার (১১ এপ্রিল) ভারতে আয় করেছে প্রায় ২০ মিলিয়ন রুপি, যার ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন রুপি।

প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) ছবিটি আয় করেছিল ৩০ দশমিক ২ মিলিয়ন রুপি, তবে দ্বিতীয় দিনে সেই গতি ধরে রাখতে পারেনি। দর্শক উপস্থিতি কমে যাওয়ায় আয় ৪৮ দশমিক ৫৩ শতাংশ থেকে নেমে ৩৯ দশমিক ৭৭ শতাশেং চলে আসে।

যদিও ছবিটির স্টাইলিশ উপস্থাপনা এবং মাম্মুট্টির দূর্দান্ত অভিনয় প্রশংসিত হয়েছে, তবে খুব সরল গল্প ও দুর্বল প্রচারণা কারণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। তবুও উৎসব উপলক্ষে মুক্তি ও মাম্মুট্টির বিশাল দর্শক সমর্থকের জন্য সিনোমাটিকে টিকেয়ে রেখেছে।

তুলনামূলকভাবে, ‘বাজুকা’ আগের ছবি ‘ডোমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স’ থেকে ভালো করলেও, ওই সিনোম সপ্তাহের শুরুর চার দিনেই যা আয় করেছিল বাজুকা এখনও এর দুই দিনের আয়কে ছুঁতে পারেনি। অথচ যেই সিনেমা ভালো রিভিউ ও দর্শকদের মুখে-মুখে প্রশংসার কারণে সফল হয়েছিল।

এদিকে মাম্মুট্টির আরেকটি অ্যাকশন ছবি ‘টার্বো’-এর সঙ্গে তুলনা করলেও দেখা যায়, টার্বো প্রথম দিনেই ৬০ মিলিয়ন রুপি আয় করেছিল কিন্তু ‘বাজুকা’ এখন পর্যন্ত সেই সংখ্যার ধারে কাছেও যেতে পারেনি

মাম্মুট্টির এরপর আসছে মহেশ নারায়ণন পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘এমএমএমএন’ সিনামার প্রজেক্ট। এই সিনামায় দীর্ঘ এক দশক পর মোহনলালের সঙ্গে মাম্মুট্টির পুণরায় সাক্ষাৎ হতে চলেছে। এই ছবিটি ঘিরে দর্শকমহলে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।