শিরোনাম :
Logo জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ Logo ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল Logo গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব Logo মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক Logo ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ Logo সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার Logo কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার Logo পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত Logo জবির ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের দাবি বৈষম্যবিরোধী ও গছাসের Logo ইবিতে ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আলোচনায় থাকলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারলো না মাম্মুট্টির ‘বাজুকা’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

বিষু উৎসব উপলক্ষে দক্ষিণী (মলয়ালম) সুপারস্টার মাম্মুট্টির নতুন অ্যাকশন থ্রিলার মুভি ‘বাজুকা’ ছুটির দিন মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

দ্বীনো ডেনিস পরিচালিত এই সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে শুক্রবার (১১ এপ্রিল) ভারতে আয় করেছে প্রায় ২০ মিলিয়ন রুপি, যার ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন রুপি।

প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) ছবিটি আয় করেছিল ৩০ দশমিক ২ মিলিয়ন রুপি, তবে দ্বিতীয় দিনে সেই গতি ধরে রাখতে পারেনি। দর্শক উপস্থিতি কমে যাওয়ায় আয় ৪৮ দশমিক ৫৩ শতাংশ থেকে নেমে ৩৯ দশমিক ৭৭ শতাশেং চলে আসে।

যদিও ছবিটির স্টাইলিশ উপস্থাপনা এবং মাম্মুট্টির দূর্দান্ত অভিনয় প্রশংসিত হয়েছে, তবে খুব সরল গল্প ও দুর্বল প্রচারণা কারণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। তবুও উৎসব উপলক্ষে মুক্তি ও মাম্মুট্টির বিশাল দর্শক সমর্থকের জন্য সিনোমাটিকে টিকেয়ে রেখেছে।

তুলনামূলকভাবে, ‘বাজুকা’ আগের ছবি ‘ডোমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স’ থেকে ভালো করলেও, ওই সিনোম সপ্তাহের শুরুর চার দিনেই যা আয় করেছিল বাজুকা এখনও এর দুই দিনের আয়কে ছুঁতে পারেনি। অথচ যেই সিনেমা ভালো রিভিউ ও দর্শকদের মুখে-মুখে প্রশংসার কারণে সফল হয়েছিল।

এদিকে মাম্মুট্টির আরেকটি অ্যাকশন ছবি ‘টার্বো’-এর সঙ্গে তুলনা করলেও দেখা যায়, টার্বো প্রথম দিনেই ৬০ মিলিয়ন রুপি আয় করেছিল কিন্তু ‘বাজুকা’ এখন পর্যন্ত সেই সংখ্যার ধারে কাছেও যেতে পারেনি

মাম্মুট্টির এরপর আসছে মহেশ নারায়ণন পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘এমএমএমএন’ সিনামার প্রজেক্ট। এই সিনামায় দীর্ঘ এক দশক পর মোহনলালের সঙ্গে মাম্মুট্টির পুণরায় সাক্ষাৎ হতে চলেছে। এই ছবিটি ঘিরে দর্শকমহলে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ

আলোচনায় থাকলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারলো না মাম্মুট্টির ‘বাজুকা’

আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বিষু উৎসব উপলক্ষে দক্ষিণী (মলয়ালম) সুপারস্টার মাম্মুট্টির নতুন অ্যাকশন থ্রিলার মুভি ‘বাজুকা’ ছুটির দিন মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

দ্বীনো ডেনিস পরিচালিত এই সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে শুক্রবার (১১ এপ্রিল) ভারতে আয় করেছে প্রায় ২০ মিলিয়ন রুপি, যার ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন রুপি।

প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) ছবিটি আয় করেছিল ৩০ দশমিক ২ মিলিয়ন রুপি, তবে দ্বিতীয় দিনে সেই গতি ধরে রাখতে পারেনি। দর্শক উপস্থিতি কমে যাওয়ায় আয় ৪৮ দশমিক ৫৩ শতাংশ থেকে নেমে ৩৯ দশমিক ৭৭ শতাশেং চলে আসে।

যদিও ছবিটির স্টাইলিশ উপস্থাপনা এবং মাম্মুট্টির দূর্দান্ত অভিনয় প্রশংসিত হয়েছে, তবে খুব সরল গল্প ও দুর্বল প্রচারণা কারণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। তবুও উৎসব উপলক্ষে মুক্তি ও মাম্মুট্টির বিশাল দর্শক সমর্থকের জন্য সিনোমাটিকে টিকেয়ে রেখেছে।

তুলনামূলকভাবে, ‘বাজুকা’ আগের ছবি ‘ডোমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স’ থেকে ভালো করলেও, ওই সিনোম সপ্তাহের শুরুর চার দিনেই যা আয় করেছিল বাজুকা এখনও এর দুই দিনের আয়কে ছুঁতে পারেনি। অথচ যেই সিনেমা ভালো রিভিউ ও দর্শকদের মুখে-মুখে প্রশংসার কারণে সফল হয়েছিল।

এদিকে মাম্মুট্টির আরেকটি অ্যাকশন ছবি ‘টার্বো’-এর সঙ্গে তুলনা করলেও দেখা যায়, টার্বো প্রথম দিনেই ৬০ মিলিয়ন রুপি আয় করেছিল কিন্তু ‘বাজুকা’ এখন পর্যন্ত সেই সংখ্যার ধারে কাছেও যেতে পারেনি

মাম্মুট্টির এরপর আসছে মহেশ নারায়ণন পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘এমএমএমএন’ সিনামার প্রজেক্ট। এই সিনামায় দীর্ঘ এক দশক পর মোহনলালের সঙ্গে মাম্মুট্টির পুণরায় সাক্ষাৎ হতে চলেছে। এই ছবিটি ঘিরে দর্শকমহলে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।