ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ফিলিস্তিনিদের বাঁচাতে আর বেশি সময় বাকি নেই।
প্যারিসের উপশহর পান্তিনে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক দুই দিনব্যাপী এক সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে আলবানিজ বলেন, ইসরায়েল শুরু থেকেই কোনো যুদ্ধবিরতি মানছে না এবং দেশটির উদ্দেশ্য স্পষ্ট—গাজা এবং পশ্চিম তীর দখল করে পুরো অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে আনা।
তিনি আরও অভিযোগ করেন, এই মুহূর্তে ইউরোপের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকাকে ইসরায়েলি ‘আদর্শগত বসতি স্থাপনকারীরা’ কাজে লাগাচ্ছে। তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে বিচার থেকে রক্ষা করতেই গাজার ওপর নতুন হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি আদালতে হাজির হওয়ার কথা ছিল, ঠিক আগের দিনই আবার হামলা চালান। এটা কি কাকতালীয়—এমন প্রশ্ন তোলেন তিনি। সূত্র: ইয়েনি শাফাক





































