জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের প্রশংসা করেছেন বাংলা গানের যুবরাজ শিল্পী আসিফ আকবর। শনিবার (২৯ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে ভোক্তার এই কর্মকর্তার কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
চলতি রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যে সকল কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মন্ডলকে।
এই গায়ক আরও লিখেছেন, আবদুল জব্বার মন্ডল সাহেবদের হাত ধরেই দেশটা হতে পারে সাধারণ মানুষের জন্য বাসযোগ্য। আপনাকে অভিনন্দন জনাব মন্ডল, কতদূর এগুতে পারবেন জানি না, তবে যে দাগ রেখে গেছেন, সে দাগ বরাবর হাঁটার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে আরও এমন আবদুল জব্বার মন্ডল তৈরি হয়ে যাবে। ইনশাআল্লাহ। আপনার তেজস্বী কর্মতৎপরতা মাইলস্টোন হয়ে থাকুক ভবিষ্যতের জন্য। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার ডিপার্টমেন্টকেও অভিনন্দন।

























































