শিরোনাম :
Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র” Logo ভুয়া নিয়োগপত্রে প্রতারণা: সিরাজগঞ্জের যুবকের কাছ থেকে আদায় ২১ লাখ ৭০ হাজার টাকা

Alpha connect day প্রতিযোগিতায় দেশসেরা জাককানইবির আশরাফুল ইসলাম

‘SONY ‘ আয়োজিত Alpha connect day প্রতিযোগিতায় Country Winner হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের।

শনিবার ২২ শে মার্চ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া এই তিনটি দেশে আয়োজিত এ প্রতিযোগিতা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এই দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিলো।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ফটোগ্রাফির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লতিফ হোসেন ,তানভীর মুরাদ তপু এবং শফিকুল আলম কিরন।

এটি মূলত একদিনের থিম বেইজস কন্টটেস্ট। গত ৪ মার্চ ২০২৫ তারিখে সবাইকে রেজিষ্ট্রেশনের আহবান জানানোর মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়৷ তারপর গত ২২ শে মার্চ সকালে সকল প্রতিযোগিদের একটি নির্দিষ্ট থিম দেওয়া হয় যেটি ছিলো- everydays hero : victory এবং ফটোগ্রাফারদের ৪ ঘন্টা সময় দেওয়া হয় এই থিমের উপর কাজ করতে।
নির্দিষ্ট সময় শেষে প্রতিযোগিদের জমা দেওয়া কাজ থেকে বিচারকরা তিনটি দেশ থেকে আলাদাভাবে ‘ক্রিয়েটিভ লুকস’ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং ‘নন ক্রিয়েটিভ লুকস’ থেকে একজন বিজয়ী ও একজন রানার্স-আপ হিসেবে নির্বাচন করেন।

আশরাফুল ইসলাম জুবায়েরের ছবি তোলার যাত্রা শুরু হয় ২০২১ সাল থেকে। তখন শখের বশে টুকটাক ছবি তুলতেন৷ ধীরে ধীরে তার শখ পরিণত হয় তার নেশায়! একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিকেও নিত্যসঙ্গী হিসেবে নিয়েছেন তিনি। তার ইচ্ছা পড়ালেখা শেষ করে তিনি চাকরী বা ব্যবসা যেটাই করেন না কেন, তার নিজের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, খুশির জন্য এবং পরিশেষে নিজের জন্য ছবি তিনি তুলে যেতে চান সবসময়।

উল্লেখ্য যে আগেও তিনি নানা আন্তর্জাতিক এবং জাতীয় পুরষ্কার পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

Alpha connect day প্রতিযোগিতায় দেশসেরা জাককানইবির আশরাফুল ইসলাম

আপডেট সময় : ০৯:১৪:০১ অপরাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫

‘SONY ‘ আয়োজিত Alpha connect day প্রতিযোগিতায় Country Winner হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের।

শনিবার ২২ শে মার্চ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া এই তিনটি দেশে আয়োজিত এ প্রতিযোগিতা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এই দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিলো।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ফটোগ্রাফির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লতিফ হোসেন ,তানভীর মুরাদ তপু এবং শফিকুল আলম কিরন।

এটি মূলত একদিনের থিম বেইজস কন্টটেস্ট। গত ৪ মার্চ ২০২৫ তারিখে সবাইকে রেজিষ্ট্রেশনের আহবান জানানোর মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়৷ তারপর গত ২২ শে মার্চ সকালে সকল প্রতিযোগিদের একটি নির্দিষ্ট থিম দেওয়া হয় যেটি ছিলো- everydays hero : victory এবং ফটোগ্রাফারদের ৪ ঘন্টা সময় দেওয়া হয় এই থিমের উপর কাজ করতে।
নির্দিষ্ট সময় শেষে প্রতিযোগিদের জমা দেওয়া কাজ থেকে বিচারকরা তিনটি দেশ থেকে আলাদাভাবে ‘ক্রিয়েটিভ লুকস’ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং ‘নন ক্রিয়েটিভ লুকস’ থেকে একজন বিজয়ী ও একজন রানার্স-আপ হিসেবে নির্বাচন করেন।

আশরাফুল ইসলাম জুবায়েরের ছবি তোলার যাত্রা শুরু হয় ২০২১ সাল থেকে। তখন শখের বশে টুকটাক ছবি তুলতেন৷ ধীরে ধীরে তার শখ পরিণত হয় তার নেশায়! একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিকেও নিত্যসঙ্গী হিসেবে নিয়েছেন তিনি। তার ইচ্ছা পড়ালেখা শেষ করে তিনি চাকরী বা ব্যবসা যেটাই করেন না কেন, তার নিজের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, খুশির জন্য এবং পরিশেষে নিজের জন্য ছবি তিনি তুলে যেতে চান সবসময়।

উল্লেখ্য যে আগেও তিনি নানা আন্তর্জাতিক এবং জাতীয় পুরষ্কার পেয়েছেন।