নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত পথশিশুদের নতুন পোশাক উপহার দিয়েছেন জাবি শিক্ষার্থীরা। আসন্ন ঈদে পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের জাবি টিমের শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল-সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলা শাখার সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। তিনি বলেন, সংগঠনটির সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিচ্ছেন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১৪ বছর ধরে তারা শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোশাক উপহার দিয়ে আসছেন। আসন্ন ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এসময় জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান পথশিশুদের উদ্দেশ্যে বলেন,”তোমরা ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্কুলে যাবে ও লেখাপড়া করবে। তোমাদের লেখাপড়ায় সহযোগিতা করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের সাথে কথা বলে বৈকালীন বা সান্ধ্যকালীন স্কুলের ব্যবস্থা করা হবে। সংগঠনগুলো এগিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ন সহযোগিতা করবেন। তোমাদের সকলের ঈদ ভালো কাটুক এই আশাবাদ ব্যক্ত করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলম, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা ও সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা।
শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগে পথশিশুরা নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা। মানবতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা