শিরোনাম :
Logo খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০” Logo সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ Logo জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা Logo নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন নাভগির Logo দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে ট্রাম্প-শি বৈঠক হবে Logo তারেক রহমানের সাক্ষাৎকারে রাষ্ট্রচিন্তার নতুন দ্বার উন্মোচিত হয়েছে : মনিরুল হক চৌধুরী Logo মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমীরের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo প্রতিবন্ধী ধর্ষণ মামলার এক পলাতক আসামী গ্রেফতার Logo একদিনের সফরে কাল চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম! Logo ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবিতে বিক্ষোভ !

জাবি সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতারে ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর থিয়েটার, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, জাহাঙ্গীরনগর ডিবেট অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় জন্মলগ্ন থেকে বিশ্ববিদ্যালয়কে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকে দেশের যেকোনো সংকটকালীন সময়ে সাংবাদিক সমিতির সদস্যরা সাহসী ভূমিকা পালন করেছেন।

৯০ এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২৪ এর স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনেও সাংবাদিক সমিতির ভূমিকা ছিল নজিরবিহীন। সাংবাদিক সমিতি এমন একটা জায়গায় যেখানে সব পথ, মত, আদর্শকে একইভাবে একই দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। প্রতিষ্ঠাকাল থেকে যে ঐতিহ্য, সংগ্রাম ও সাহসিকতার সঙ্গে সাংবাদিক সমিতি ভূমিকা পালন করেছে সে ঐতিহ্যে ধরে রেখে পরম্পরায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিক সমিতি কাজ করে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

ইফতারের আগে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ বলেন, আমারা যে ফ্যাসিস্ট শাসন অতিক্রম করে এসেছি আর অন্য কারো মাধ্যমে যেন এই ফ্যাসিস্ট শাসন ভিড়তে না পারে। আমরা যেন আমাদের স্বাধীনতা না হারাই, আমরা যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। আমরা আমাদের শিক্ষা, সাংবাদিকতাসহ সকল কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারি। সেজন্য আমাদের দরকার রাষ্ট্র সংস্কার আর এই সংস্কারের জন্য আমাদের যার যে মতাদর্শ থাকুক সেটাকে প্রাধান্য দেয়া এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা।

আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, নানান বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু যাকে যেই জায়গায় দরকার সেই জায়গায় যেন দ্বিমত পোষণ না করি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি এটাই আমাদের প্রত্যয়। আমরা যেভাবে সম্মিলিতভাবে ২৪শের গণঅভভ্যুত্থান সফল করেছি সামনেও যেন সেভাবে থাকতে পারি।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, জাবিসাসের সভাপতি মেহেদি মামুন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০”

জাবি সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত জাবি প্রতিনিধি:

আপডেট সময় : ০৮:০৪:০৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতারে ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর থিয়েটার, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, জাহাঙ্গীরনগর ডিবেট অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় জন্মলগ্ন থেকে বিশ্ববিদ্যালয়কে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকে দেশের যেকোনো সংকটকালীন সময়ে সাংবাদিক সমিতির সদস্যরা সাহসী ভূমিকা পালন করেছেন।

৯০ এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২৪ এর স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনেও সাংবাদিক সমিতির ভূমিকা ছিল নজিরবিহীন। সাংবাদিক সমিতি এমন একটা জায়গায় যেখানে সব পথ, মত, আদর্শকে একইভাবে একই দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। প্রতিষ্ঠাকাল থেকে যে ঐতিহ্য, সংগ্রাম ও সাহসিকতার সঙ্গে সাংবাদিক সমিতি ভূমিকা পালন করেছে সে ঐতিহ্যে ধরে রেখে পরম্পরায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিক সমিতি কাজ করে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

ইফতারের আগে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ বলেন, আমারা যে ফ্যাসিস্ট শাসন অতিক্রম করে এসেছি আর অন্য কারো মাধ্যমে যেন এই ফ্যাসিস্ট শাসন ভিড়তে না পারে। আমরা যেন আমাদের স্বাধীনতা না হারাই, আমরা যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। আমরা আমাদের শিক্ষা, সাংবাদিকতাসহ সকল কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারি। সেজন্য আমাদের দরকার রাষ্ট্র সংস্কার আর এই সংস্কারের জন্য আমাদের যার যে মতাদর্শ থাকুক সেটাকে প্রাধান্য দেয়া এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা।

আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, নানান বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু যাকে যেই জায়গায় দরকার সেই জায়গায় যেন দ্বিমত পোষণ না করি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি এটাই আমাদের প্রত্যয়। আমরা যেভাবে সম্মিলিতভাবে ২৪শের গণঅভভ্যুত্থান সফল করেছি সামনেও যেন সেভাবে থাকতে পারি।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, জাবিসাসের সভাপতি মেহেদি মামুন প্রমুখ।