শিরোনাম :

’ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫’ খুলনা বিশ্ববিদ্যালয়ের দখলে সেরা তিন পুরস্কার

খুবি প্রতিনিধি, আবিদ হাসান:

খুলনা ও বরিশাল বিভাগের সর্ববৃহৎ তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা ’ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫’-এর খুলনা পর্ব অনুষ্ঠিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় অ্যাকুয়াসেন্স বিডি, থার্স্ট রিলিফ, ইকো সেনটিনেলস, এগ্রো অ্যাসিস্ট্যান্ট, সোয়াটেজ, ইমপ্যাক্ট এক্স, এগ্রো কেয়ার, আই-স্টাডি—এই আটটি দল অংশগ্রহণ করে। ইভেন্টের অংশ হিসেবে তরুণ উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫, স্টার্টআপ প্রদর্শনী ও একটি বিশেষজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইকো সেনটিনেলস, যারা লবণাক্ত অঞ্চলকে কৃষি ও পরিবেশবান্ধব হাবে রূপান্তরের পরিকল্পনা উপস্থাপন করেছে। প্রথম রানার-আপ হয়েছে অ্যাকুয়াসেন্স বিডি, যারা মৎস্য খাতকে আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ ও বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে উন্নত করার ধারণা দিয়েছে। দ্বিতীয় রানার-আপ হয়েছে থার্স্ট রিলিফ, যারা “থার্স্ট রিলিফ রেইন-ইন-এ-বক্স” ধারণার মাধ্যমে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের সমাধান উপস্থাপন করেছে। বিজয়ী দলগুলো যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার পেয়েছে।

প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করা তিনটি দলই খুলনা বিশ্ববিদ্যালয়ের, যা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ আবু সাইদকে নিয়ে কটুক্তি করায় বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

’ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫’ খুলনা বিশ্ববিদ্যালয়ের দখলে সেরা তিন পুরস্কার

আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

খুবি প্রতিনিধি, আবিদ হাসান:

খুলনা ও বরিশাল বিভাগের সর্ববৃহৎ তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা ’ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫’-এর খুলনা পর্ব অনুষ্ঠিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় অ্যাকুয়াসেন্স বিডি, থার্স্ট রিলিফ, ইকো সেনটিনেলস, এগ্রো অ্যাসিস্ট্যান্ট, সোয়াটেজ, ইমপ্যাক্ট এক্স, এগ্রো কেয়ার, আই-স্টাডি—এই আটটি দল অংশগ্রহণ করে। ইভেন্টের অংশ হিসেবে তরুণ উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫, স্টার্টআপ প্রদর্শনী ও একটি বিশেষজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইকো সেনটিনেলস, যারা লবণাক্ত অঞ্চলকে কৃষি ও পরিবেশবান্ধব হাবে রূপান্তরের পরিকল্পনা উপস্থাপন করেছে। প্রথম রানার-আপ হয়েছে অ্যাকুয়াসেন্স বিডি, যারা মৎস্য খাতকে আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ ও বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে উন্নত করার ধারণা দিয়েছে। দ্বিতীয় রানার-আপ হয়েছে থার্স্ট রিলিফ, যারা “থার্স্ট রিলিফ রেইন-ইন-এ-বক্স” ধারণার মাধ্যমে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের সমাধান উপস্থাপন করেছে। বিজয়ী দলগুলো যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার পেয়েছে।

প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করা তিনটি দলই খুলনা বিশ্ববিদ্যালয়ের, যা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে।