মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজকে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কচুয়ার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাতা-কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করতে গিয়েছিলেন । সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলে রোপণ করেছেন দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ।
রবিবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থীর জন্য খাতা- কলম ও ২২ জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন। এছড়াও প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন বিদেশী ফুলগাছ জাকারান্ডা রোপণ করেন।
এই ব্যাপারে ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর বলেন – “আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন- আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন; জনগণের মন জয় করুন।
আমার নেতার আদেশ পালন করতে আমি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নিয়েছি। আজকের ছোট্র বন্ধুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যতœশীল হওয়া আমাদের জরুরী প্রয়োজন। আমি কচুয়াবাসীর কাছে থেকে পাশে থেকে আজীবন কাজ করতে চাই ।
হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন- “আমার দীর্ঘ বছরের শিক্ষকতায় অনেক মানুষকে দেখেছি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করতে, কিন্তু ওনার উদ্যোগটি ছিল ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমধর্মী ইন্সপায়ারিং এমন উদ্যোগ আর দেখিনি।
উনি শিক্ষিত মানুষ; শিক্ষার প্রতি ওনার উৎকর্ষতা আমাদের মুগ্ধ করেছে।ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে ছাত্রছাত্রী ও শিক্ষকের ভূমিকা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন রয়েছে- শিক্ষানুরাগী ও রাজনীতিবিদের। উনিএগিয়ে এসেছেন এই জন্যে ওনাকে ধন্যবাদ।আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার মনের বাসনা পূর্ণ করেন।
এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান এবং কচুয়ার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে কচুয়া আরও সমৃদ্ধ ও সবুজ হয়ে ওঠে।