শিরোনাম :
Logo খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত Logo ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ Logo পলাশবাড়ীতে ভিডাব্লিউ ডি প্রকল্পে অনিয়মসহ স্বাক্ষর জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। Logo যবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে পুলিশে সোপর্দ Logo তেকানী ইউনিয়নের সচিব হালিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ Logo কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ Logo কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবর থেকে: বেবিচক চেয়ারম্যান” Logo মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক Logo দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সমবেত গানের মাধ্যমে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে একুশের চেতনা ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ভাষা আন্দোলন শুধু বাংলাভাষার অধিকারের জন্যই নয়, এটি আমাদের স্বাধিকার আন্দোলনের বীজতলা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ ইবাদত হোসেন, অধ্যাপক ড. হাবিব-উল-মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী। আলোচকরা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও এর ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ১২টায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। একুশের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট সময় : ০২:১২:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সমবেত গানের মাধ্যমে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে একুশের চেতনা ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ভাষা আন্দোলন শুধু বাংলাভাষার অধিকারের জন্যই নয়, এটি আমাদের স্বাধিকার আন্দোলনের বীজতলা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ ইবাদত হোসেন, অধ্যাপক ড. হাবিব-উল-মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী। আলোচকরা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও এর ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ১২টায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। একুশের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।