বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ Logo সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী Logo নোবিপ্রবিতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও নোকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন Logo অর্ধশত মিউজিক ভিডিওতে মডেল হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা বাপ্পী Logo বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আনকাট ছাড়পত্র পেল ‘অফিসার’ Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo ক্যান্সারে আক্রান্ত হয়ে থমকে গেছে খুবি ছাত্রের শিক্ষক হওয়ার স্বপ্ন, চিকিৎসায় সহায়তা চায় পরিবার

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সমবেত গানের মাধ্যমে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে একুশের চেতনা ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ভাষা আন্দোলন শুধু বাংলাভাষার অধিকারের জন্যই নয়, এটি আমাদের স্বাধিকার আন্দোলনের বীজতলা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ ইবাদত হোসেন, অধ্যাপক ড. হাবিব-উল-মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী। আলোচকরা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও এর ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ১২টায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। একুশের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট সময় : ০২:১২:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সমবেত গানের মাধ্যমে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে একুশের চেতনা ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ভাষা আন্দোলন শুধু বাংলাভাষার অধিকারের জন্যই নয়, এটি আমাদের স্বাধিকার আন্দোলনের বীজতলা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ ইবাদত হোসেন, অধ্যাপক ড. হাবিব-উল-মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী। আলোচকরা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও এর ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ১২টায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। একুশের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।