শিরোনাম :
Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ Logo ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি Logo চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo কয়রা হরিণের মাংস উদ্ধার Logo শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিংবডি পরিচিতি ও মতবিনিময়ে ভরপুর ছিলো প্রাণের উচ্ছ্বাস

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত ৭

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি বাড়ির ভেতরে অবশিষ্ট বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, বাড়ির ভেতরে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। একজন এএফপি সংবাদদাতা দেখেছেন, বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের উদ্ধার করছেন। সংস্থাটির এক কর্মী মোহাম্মদ ইব্রাহিম জানান, নাইরাবে একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গোলাবারুদ পান।

সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের দমন-পীড়নের মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (এইচআই) জানিয়েছে, সংঘাতের পর থেকে সিরিয়ায় প্রায় ১০ লাখ গোলাবারুদ নিক্ষিপ্ত বা পুঁতে রাখা হয়েছে, যার মধ্যে এক থেকে তিন লাখ এখনো বিস্ফোরিত হয়নি। সংস্থাটির সিরিয়া প্রগ্রামের পরিচালক দানিলা জিজি বলেন, ‘দেশটির ২.৩ কোটি জনসংখ্যার মধ্যে ১.৫ কোটিরও বেশি মানুষ অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু সিরীয় তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে, তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত ৭

আপডেট সময় : ০৮:৩৭:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি বাড়ির ভেতরে অবশিষ্ট বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, বাড়ির ভেতরে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। একজন এএফপি সংবাদদাতা দেখেছেন, বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের উদ্ধার করছেন। সংস্থাটির এক কর্মী মোহাম্মদ ইব্রাহিম জানান, নাইরাবে একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গোলাবারুদ পান।

সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের দমন-পীড়নের মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (এইচআই) জানিয়েছে, সংঘাতের পর থেকে সিরিয়ায় প্রায় ১০ লাখ গোলাবারুদ নিক্ষিপ্ত বা পুঁতে রাখা হয়েছে, যার মধ্যে এক থেকে তিন লাখ এখনো বিস্ফোরিত হয়নি। সংস্থাটির সিরিয়া প্রগ্রামের পরিচালক দানিলা জিজি বলেন, ‘দেশটির ২.৩ কোটি জনসংখ্যার মধ্যে ১.৫ কোটিরও বেশি মানুষ অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু সিরীয় তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে, তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।