বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত ৭

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি বাড়ির ভেতরে অবশিষ্ট বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, বাড়ির ভেতরে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। একজন এএফপি সংবাদদাতা দেখেছেন, বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের উদ্ধার করছেন। সংস্থাটির এক কর্মী মোহাম্মদ ইব্রাহিম জানান, নাইরাবে একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গোলাবারুদ পান।

সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের দমন-পীড়নের মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (এইচআই) জানিয়েছে, সংঘাতের পর থেকে সিরিয়ায় প্রায় ১০ লাখ গোলাবারুদ নিক্ষিপ্ত বা পুঁতে রাখা হয়েছে, যার মধ্যে এক থেকে তিন লাখ এখনো বিস্ফোরিত হয়নি। সংস্থাটির সিরিয়া প্রগ্রামের পরিচালক দানিলা জিজি বলেন, ‘দেশটির ২.৩ কোটি জনসংখ্যার মধ্যে ১.৫ কোটিরও বেশি মানুষ অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু সিরীয় তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে, তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত ৭

আপডেট সময় : ০৮:৩৭:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি বাড়ির ভেতরে অবশিষ্ট বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, বাড়ির ভেতরে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। একজন এএফপি সংবাদদাতা দেখেছেন, বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের উদ্ধার করছেন। সংস্থাটির এক কর্মী মোহাম্মদ ইব্রাহিম জানান, নাইরাবে একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গোলাবারুদ পান।

সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের দমন-পীড়নের মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (এইচআই) জানিয়েছে, সংঘাতের পর থেকে সিরিয়ায় প্রায় ১০ লাখ গোলাবারুদ নিক্ষিপ্ত বা পুঁতে রাখা হয়েছে, যার মধ্যে এক থেকে তিন লাখ এখনো বিস্ফোরিত হয়নি। সংস্থাটির সিরিয়া প্রগ্রামের পরিচালক দানিলা জিজি বলেন, ‘দেশটির ২.৩ কোটি জনসংখ্যার মধ্যে ১.৫ কোটিরও বেশি মানুষ অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু সিরীয় তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে, তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।