শিরোনাম :
Logo জুলাই আন্দোলনে নামাজ পড়তে বাধাদানে অভিযুক্ত বরখাস্ত শিক্ষককে ফেরাতে বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু Logo বেরোবির এআইএস ক্লাবের নেতৃত্বে মিজান- আলবীর  Logo চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে অবরোধে ইবি শিক্ষার্থীরা Logo বুটেক্সে টেকসই উন্নয়নে পাটের ভূমিকা বিষয়ক সেমিনার, অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা Logo সাজিদ হত্যার তিন মাস; ইবি শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ  Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবকদের কর্মসংস্থান হবে: আজিজুল বারী হেলাল Logo ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন Logo দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত

জাবি ভর্তি পরীক্ষার কমিটিতে রাজনৈতিক প্রভাবে অন্তর্ভুক্তি

jahangirnagar-university www.ppbd.news

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটিতে রাজনৈতিক প্রভাবে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও শৃংখলা রক্ষার উদ্দেশ্যই কাজ করে শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। এই কমিটিতে প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা শাখার কর্মকর্তা, আইন অফিসারকে রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যে কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব।

তবে এবারের ভর্তি পরীক্ষার শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটিতে রাজনৈতিক প্রভাবে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। কমিটিতে বেশ কয়েকজন বিএনপিপন্থী কর্মকর্তাকে অন্তর্ভুক্তের পাশাপাশি ভারসাম্য রক্ষার জন্য কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা বলেন, ” নিরাপত্তা শৃংখলা কমিটিতে প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিরাপত্তা শাখার কর্মকর্তারা থাকতে পারে। কিন্তু এর বাইরে যারা আছে তাদেরকে কোন বিবেচনায় রাখা হয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই।”

গতবছরের ভর্তি পরীক্ষার শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে মোট সদস্য ছিলো ৩৭ জন। তবে গতবছরের থেকে প্রক্টরিয়াল বডির সদস্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও এবারের কমিটিতে ৪৭ জনকে রাখা হয়েছে।

এবারের কমিটিতে ১৪ জন শিক্ষক, ২৯ জন কর্মকর্তা এবং ৪ জন কর্মচারী রয়েছেন। এই কমিটিতে থাকা শিক্ষকদেরকে একজন শিক্ষক ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করলে যে টাকা পায় তার সমপরিমাণ টাকা দেওয়া হয়। কর্মকর্তাদের দেওয়া হয় ওই টাকার অর্ধেক এবং কর্মচারীদের দেওয়া হয় ওই টাকার এক-তৃতীয়াংশ। ধারণা করা হচ্ছে এই টাকার জন্যই রাজনৈতিক বিবেচনায় নিজের কাছের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সার্বিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ” এই প্রশাসনের একটি অঙ্গিকার হচ্ছে দলীয় আনুগত্য থেকে বেরিয়ে এসে কাজ করা। যদি এ ধরনের কাজের সাথে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এখানে কোনো দলীয় বিবেচনা নেই, এখানে সবকিছু হবে জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতে। “

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে নামাজ পড়তে বাধাদানে অভিযুক্ত বরখাস্ত শিক্ষককে ফেরাতে বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাবি ভর্তি পরীক্ষার কমিটিতে রাজনৈতিক প্রভাবে অন্তর্ভুক্তি

আপডেট সময় : ০৪:৪৫:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটিতে রাজনৈতিক প্রভাবে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও শৃংখলা রক্ষার উদ্দেশ্যই কাজ করে শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। এই কমিটিতে প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা শাখার কর্মকর্তা, আইন অফিসারকে রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যে কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব।

তবে এবারের ভর্তি পরীক্ষার শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটিতে রাজনৈতিক প্রভাবে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। কমিটিতে বেশ কয়েকজন বিএনপিপন্থী কর্মকর্তাকে অন্তর্ভুক্তের পাশাপাশি ভারসাম্য রক্ষার জন্য কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা বলেন, ” নিরাপত্তা শৃংখলা কমিটিতে প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিরাপত্তা শাখার কর্মকর্তারা থাকতে পারে। কিন্তু এর বাইরে যারা আছে তাদেরকে কোন বিবেচনায় রাখা হয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই।”

গতবছরের ভর্তি পরীক্ষার শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে মোট সদস্য ছিলো ৩৭ জন। তবে গতবছরের থেকে প্রক্টরিয়াল বডির সদস্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও এবারের কমিটিতে ৪৭ জনকে রাখা হয়েছে।

এবারের কমিটিতে ১৪ জন শিক্ষক, ২৯ জন কর্মকর্তা এবং ৪ জন কর্মচারী রয়েছেন। এই কমিটিতে থাকা শিক্ষকদেরকে একজন শিক্ষক ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করলে যে টাকা পায় তার সমপরিমাণ টাকা দেওয়া হয়। কর্মকর্তাদের দেওয়া হয় ওই টাকার অর্ধেক এবং কর্মচারীদের দেওয়া হয় ওই টাকার এক-তৃতীয়াংশ। ধারণা করা হচ্ছে এই টাকার জন্যই রাজনৈতিক বিবেচনায় নিজের কাছের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সার্বিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ” এই প্রশাসনের একটি অঙ্গিকার হচ্ছে দলীয় আনুগত্য থেকে বেরিয়ে এসে কাজ করা। যদি এ ধরনের কাজের সাথে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এখানে কোনো দলীয় বিবেচনা নেই, এখানে সবকিছু হবে জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতে। “