শিরোনাম :
Logo জুলাই আন্দোলনে নামাজ পড়তে বাধাদানে অভিযুক্ত বরখাস্ত শিক্ষককে ফেরাতে বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু Logo বেরোবির এআইএস ক্লাবের নেতৃত্বে মিজান- আলবীর  Logo চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে অবরোধে ইবি শিক্ষার্থীরা Logo বুটেক্সে টেকসই উন্নয়নে পাটের ভূমিকা বিষয়ক সেমিনার, অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা Logo সাজিদ হত্যার তিন মাস; ইবি শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ  Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবকদের কর্মসংস্থান হবে: আজিজুল বারী হেলাল Logo ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন Logo দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত

আবু সাঈদের ও ফেলানীর বাবা উদ্বোধন করেন শহীদ আবু সাঈদ বইমেলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১২:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

আজিজুর রহমান বেরোবি প্রতিনিধি:

গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে বইমেলা আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) বেলা সাড়ে ৩ টায় উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা জনাব মকবুল হোসেন ও শহীদ ফেলানী খাতুনের বাবা জনাব নূর ইসলাম। এসময় পরিবর্তিত দুই হলের নতুন নাম উদ্বোধন করেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী স্বাধীনাতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে।এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে। খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ এখানে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। এই বই মেলায় মিডিয়া পাটনার হিসেবে আছে দৈনিক আমার দেশ পত্রিকা ও এখন টেলিভিশন।

শহীদ আবু সাঈদ বইমেলায় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আহবায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ শাহজামান, সদস্যরা হলেন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ড. মোঃ তানজিউল ইসলাম, সদস্য ড. মোঃ ফেরদৌস রহমান, ড. মোঃ মনিরুজ্জামান, জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব, জনাব মোছহ সিরাজাম মুনিরা, ত্বহা হুসাইন, মিডিয়া ব্যবস্থাপনার উপকমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়াও লেখক ও সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয়না, তাদের জন্য বই কেনা ও পড়ায় বড় সুযোগ তৈরি করবে শহীদ আবু সাঈদ বইমেলা। এবছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে নামাজ পড়তে বাধাদানে অভিযুক্ত বরখাস্ত শিক্ষককে ফেরাতে বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আবু সাঈদের ও ফেলানীর বাবা উদ্বোধন করেন শহীদ আবু সাঈদ বইমেলা

আপডেট সময় : ১০:১২:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আজিজুর রহমান বেরোবি প্রতিনিধি:

গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে বইমেলা আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) বেলা সাড়ে ৩ টায় উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা জনাব মকবুল হোসেন ও শহীদ ফেলানী খাতুনের বাবা জনাব নূর ইসলাম। এসময় পরিবর্তিত দুই হলের নতুন নাম উদ্বোধন করেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী স্বাধীনাতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে।এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে। খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ এখানে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। এই বই মেলায় মিডিয়া পাটনার হিসেবে আছে দৈনিক আমার দেশ পত্রিকা ও এখন টেলিভিশন।

শহীদ আবু সাঈদ বইমেলায় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আহবায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মোঃ শাহজামান, সদস্যরা হলেন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ড. মোঃ তানজিউল ইসলাম, সদস্য ড. মোঃ ফেরদৌস রহমান, ড. মোঃ মনিরুজ্জামান, জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব, জনাব মোছহ সিরাজাম মুনিরা, ত্বহা হুসাইন, মিডিয়া ব্যবস্থাপনার উপকমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়াও লেখক ও সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয়না, তাদের জন্য বই কেনা ও পড়ায় বড় সুযোগ তৈরি করবে শহীদ আবু সাঈদ বইমেলা। এবছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে।