বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠকে নেতৃত্ব দেবেন।
ছয় মাস মেয়াদি এই কমিশন পর্যায়ক্রমে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমনসহ বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ ও সুপারিশ প্রণয়ন করবে কমিশনটি।
জানা গেছে, অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আগামীকাল (শনিবার) বৈঠকে আলোচনা হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।