২০২৫ সেমিস্টারে (জানুয়ারি-জুন) ডাবল মাস্টার্সে ভর্তির জন্য অফিসে অফিসে ঘুরছেন বলে জানা যায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদলের আহবায়ক বার্নার্ড পলাশ।
আরো জানা যায়, আহবায়ক বার্নার্ড পলাশ বিশ্ববিদ্যালয়ে ২০১১ শিক্ষাবর্ষে কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে কৃষি অনুষদের এগ্রিকালচার এক্সটেনশন বিভাগ থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন। জুলাই অভ্যুত্থানের পর প্ল্যান্ট প্যাথলজি বিভাগে জানুয়ারি-জুন/২০২৫ সেমিস্টারে আবার এমএস কোর্সে ভর্তির চেষ্টা করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে এবং অভিযোগ করে ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ বলেন, “আমি আমার ন্যায্য অধিকার চাচ্ছি। কিন্তু শিক্ষকরা আমাকে শুধু ঘুরাচ্ছেন।”
এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে ডাবল মাস্টার্সের কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের আইনেও এ বিষয়ে কিছু লিখা নাই। এছাড়াও ডাবল মাস্টার্সে ভর্তি হওয়ার ইতিহাসও এই বিশ্ববিদ্যালয়ে নাই। খোঁজ নিয়ে জানতে পারি এর আগে আওয়ামী শাসন আমলে তৎকালী হাবিপ্রবি ছাত্রলীগ সভাপত অরুন ও সেক্রেটারি রিয়েল ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টা করেছিল কিন্তু পারে নি পরে তারা পিএইচডি তে ভর্তি হয়। এখানে পিএইচডি তে ভর্তির সুযোগ আছে।”
উল্লেখ্য যে, গত ৯ ফেব্রুয়ারি জানুয়ারি-জুন/২০২৫ সেমিস্টারে এমএস কোর্সে ভর্তির বর্ধিত সময়ও শেষ হয়েছে।