গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৯:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে
টানা ১৫ মাস যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন, যেখানে ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর শর্ত ছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ধাপে যেতে চান না এবং গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠালেও তাদের কোনো কার্যকর ক্ষমতা দেওয়া হয়নি। আলোচনা শুধু ‘টেকনিক্যাল’ বিষয়ে সীমাবদ্ধ রাখা হয়েছে, তবে কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সেটিও স্পষ্ট নয়।

একটি সূত্র জানায়, নেতানিয়াহু চুক্তির দ্বিতীয় ধাপে সম্মত হলে তার সরকার টিকবে না। উগ্রডানপন্থি দলগুলোর সমর্থনেই তার সরকার টিকে আছে, যারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিপক্ষে।

এর আগে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরুর পর নেতানিয়াহুর জোট ছাড়েন। অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও হুমকি দিয়েছেন, দ্বিতীয় ধাপে গেলে তিনি জোট থেকে বেরিয়ে যাবেন। তাদের চাপেই নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার দিকে ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা যুদ্ধ পুরোপুরি বন্ধ করে তাদের প্রিয়জনদের মুক্ত করার দাবি জানিয়ে আসছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় : ১১:৩৯:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
টানা ১৫ মাস যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন, যেখানে ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর শর্ত ছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ধাপে যেতে চান না এবং গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠালেও তাদের কোনো কার্যকর ক্ষমতা দেওয়া হয়নি। আলোচনা শুধু ‘টেকনিক্যাল’ বিষয়ে সীমাবদ্ধ রাখা হয়েছে, তবে কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সেটিও স্পষ্ট নয়।

একটি সূত্র জানায়, নেতানিয়াহু চুক্তির দ্বিতীয় ধাপে সম্মত হলে তার সরকার টিকবে না। উগ্রডানপন্থি দলগুলোর সমর্থনেই তার সরকার টিকে আছে, যারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিপক্ষে।

এর আগে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরুর পর নেতানিয়াহুর জোট ছাড়েন। অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও হুমকি দিয়েছেন, দ্বিতীয় ধাপে গেলে তিনি জোট থেকে বেরিয়ে যাবেন। তাদের চাপেই নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার দিকে ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা যুদ্ধ পুরোপুরি বন্ধ করে তাদের প্রিয়জনদের মুক্ত করার দাবি জানিয়ে আসছেন।