শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

দেশবাসীকে ‘ঈদের শুভেচ্ছা’ জানালেন পিনাকী-ইলিয়াস

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তৃতা ঘিরে ক্ষোভ প্রকাশ করে ছাত্র-জনতা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ধানমন্ডি ৫ নম্বর সড়কের...
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত ২

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সাও পাওলো শহরে ব্যস্ত সড়কে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭:২০ মিনিটে শহরের বারা ফান্ডা পাড়ার মার্কুয়েস দে সাও ভিসেন্তে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। সাও পাওলোর সামরিক পুলিশ জানিয়েছে, উড়োজাহাজে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।

আহত ছয়জনের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও বাসের এক যাত্রী রয়েছেন, যারা উড়োজাহাজের ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন। তাদের স্থানীয় সান্তা কাসা দে মিসেরিকর্ডিয়া হাসপাতাল এবং উপা সান্তানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ভয়াবহ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ছোট উড়োজাহাজটি ব্যস্ত রাস্তায় পড়ে যাওয়ার পর পিছলে যায় এবং সঙ্গে সঙ্গে ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।

সাও পাওলোর সামরিক পুলিশের অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র ক্যাপ্টেন আন্দ্রে এলিয়াস সান্তোস জানিয়েছেন, নিহত দুই ব্যক্তি ক্রু সদস্য নাকি যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular