রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

দিল্লি দখলের পথে বিজেপি

দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতার দখলে যাচ্ছে বিজেপি। ৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর পর্যন্ত ভোট গণনার ফলাফল অনুযায়ী, বিজেপি ৭০ আসনের মধ্যে ৪৮ আসনে এগিয়ে রয়েছে এবং আম আদমি পার্টি (আপ) ২২ আসনে এগিয়ে আছে। এদিকে, কংগ্রেস কোনো আসনও নিশ্চিত করতে পারেনি।

এনডিটিভি সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরুর তিন ঘণ্টার মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে এবং আপ ২২টি আসনে এগিয়ে ছিল। কংগ্রেস এখনও শূন্য হাতে থাকার পথে। এবারের নির্বাচনে আপের ব্যাপক পরাজয় দলের শীর্ষ নেতাদেরও বিপদে ফেলেছে।

আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া যথাক্রমে নয়াদিল্লি ও জংপুরা আসনে হেরে গেছেন। এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী অতিশি কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন, যেখানে বিজেপির রমেশ বিধুরি এগিয়ে আছেন।

সবশেষ খবর অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রতিদ্বন্দ্বী পারভেশ সাহেব সিংয়ের কাছে হেরে গেছেন। তাকে মুখ্যমন্ত্রী পদে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

ভোটের আগেই বেশ কিছু বুথ ফেরত জরিপ সংস্থা বিজেপির জয় অনুকূল পূর্বাভাস দিয়েছিল, তবে ভারতীয় এসব সংস্থার পূর্বাভাস বেশিরভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হলেও এবার সত্যি হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular