শিরোনাম :
Logo চুয়াডাঙ্গায় মারধর করে নগদ টাকা ছিনতাই Logo ধর্ষকদের  কলিজা ছিঁড়ে চৌরাস্তার মোড়ে টাঙানো হবে: সাফফাতুল ইসলাম Logo ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের হুঁশিয়ার সমাবেশ ও মশাল-মোমবাতি প্রজ্জলন Logo শহিদ আবু সাইদকে নিয়ে কটুক্তি করায় বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ Logo নারী তুমি সর্বগুণান্বিতা, নির্ভীক Logo জুলাই বিপ্লবের চেতনায় ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত Logo কচুয়ায় স্থানীয় সরকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা Logo লামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠান Logo পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন সেনাপ্রধান Logo অদ্য অপরাহ্ন থেকে সাজেক পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত

যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত যাত্রীবাহী বিমান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির চালকসহ ৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি ছোট আকারের সেসনা ক্যাটাগরির বিমান। বেরিং এয়ারের অপারেশনস বিভাগের পরিচালক ডেভিড ওলসেন জানান, স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি দুপুর ২:৩৭ মিনিটে উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশ্যে বিমানটি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মার্কিন কোস্টগার্ডের আলাস্কা শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল জানিয়েছেন, বিমানটি সর্বশেষ বিকেল ৩:১৮ মিনিটে সংকেত পাঠায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে গুরুতর ত্রুটির কারণে এটি বাতাসে ভাসতে ও গতি ধরে রাখতে ব্যর্থ হয়।

তিনি আরও জানান, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে বিমানের যে অবস্থা, তাতে বাকি ৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সরকারের জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, আলাস্কায় অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় বিমান ট্যাক্সি এবং যাত্রীবাহী বিমান দুর্ঘটনার সংখ্যা বেশি। আলাস্কায় পাহাড়ি ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া রয়েছে। অনেক গ্রাম রাস্তা দিয়ে সংযুক্ত নয়। ওইসব এলাকায় মানুষ এবং পণ্য পরিবহনের জন্য ছোট উড়োজাহাজ ব্যবহৃত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, বেরিং এয়ার হলো আলাস্কাভিত্তিক একটি আঞ্চলিক বিমান সংস্থা।

আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালিভি— আমরা বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রী ও বিমানচালকের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় মারধর করে নগদ টাকা ছিনতাই

যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত যাত্রীবাহী বিমান

আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির চালকসহ ৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি ছোট আকারের সেসনা ক্যাটাগরির বিমান। বেরিং এয়ারের অপারেশনস বিভাগের পরিচালক ডেভিড ওলসেন জানান, স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি দুপুর ২:৩৭ মিনিটে উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশ্যে বিমানটি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মার্কিন কোস্টগার্ডের আলাস্কা শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল জানিয়েছেন, বিমানটি সর্বশেষ বিকেল ৩:১৮ মিনিটে সংকেত পাঠায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে গুরুতর ত্রুটির কারণে এটি বাতাসে ভাসতে ও গতি ধরে রাখতে ব্যর্থ হয়।

তিনি আরও জানান, আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে বিমানের যে অবস্থা, তাতে বাকি ৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সরকারের জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, আলাস্কায় অন্যান্য মার্কিন রাজ্যের তুলনায় বিমান ট্যাক্সি এবং যাত্রীবাহী বিমান দুর্ঘটনার সংখ্যা বেশি। আলাস্কায় পাহাড়ি ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া রয়েছে। অনেক গ্রাম রাস্তা দিয়ে সংযুক্ত নয়। ওইসব এলাকায় মানুষ এবং পণ্য পরিবহনের জন্য ছোট উড়োজাহাজ ব্যবহৃত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, বেরিং এয়ার হলো আলাস্কাভিত্তিক একটি আঞ্চলিক বিমান সংস্থা।

আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালিভি— আমরা বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রী ও বিমানচালকের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ।