শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

হাবিপ্রবিতে বহিরাগত প্রবেশের অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪২:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে
আবজাল হোসেন  তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ক্যাম্পাসের মেইন গেট হয়ে ৪০/৫০ মোটর সাইকেল ঢুকে সেন্ট্রাল মসজিদের দিকে যায়। তাৎক্ষণিক এত মোটর সাইকেল ক্যাম্পাসে প্রবেশে ভীতি ছড়িয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
এ বিষয়ে মেইনগেটে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, আমরা তাদের নিষেধ করেছিলাম প্রবেশের জন্য কিন্তু তারা আমাদের মাগরিবের নামাজ পড়ার কথা বলে ভিতরে প্রবেশ করে।
জানা যায়, আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সভা উপলক্ষ্যে শোডাউনের সময় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেলে দিনাজপুর জেলা জামায়াতের একটি দল নামাজ আদায়ের জন্য ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে। তাদের লোক সংখ্যা বেশি হওয়ায় বড় মসজিদ ভেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এ নামাজের জন্য প্রবেশ করে এবং নামাজ পড়ে চলে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহা বলেন, আমি সেন্ট্রাল মসজিদেই নামাজ পড়ছিলাম। এত মোটরসাইকেল দেখে তাৎক্ষণিক সেন্ট্রাল মসজিদেই তাদের সাথে কথা বলি। তারা জানায় মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছিল তাই নামাজ পড়তে এসেছেন। নামাজ পড়া শেষে আমরা তাদের বের করে দিয়েছি। এভাবে আকস্মিকভাবে প্রবেশ করার কারণে তারা দুঃখ প্রকাশ করেছেন।
হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক বার্নার্ড পলাশ জানান, এভাবে যেকেউ ক্যাম্পাসে ঢুকলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এটা কখনোই কাম্য নয়।
হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, যতটুক জানতে পেরেছি জামায়াতের একটি টিম আসন্ন কর্মী সম্মেলন উপলক্ষে শোডাউনকালে মাগরিবের নামাজের সময় হলে তারা শুধু নামাজ পড়তে ঢুকেছে। অন্য কোনো কারণ ছিল না।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

হাবিপ্রবিতে বহিরাগত প্রবেশের অভিযোগ

আপডেট সময় : ০২:৪২:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
আবজাল হোসেন  তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে প্রবেশের অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ক্যাম্পাসের মেইন গেট হয়ে ৪০/৫০ মোটর সাইকেল ঢুকে সেন্ট্রাল মসজিদের দিকে যায়। তাৎক্ষণিক এত মোটর সাইকেল ক্যাম্পাসে প্রবেশে ভীতি ছড়িয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
এ বিষয়ে মেইনগেটে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, আমরা তাদের নিষেধ করেছিলাম প্রবেশের জন্য কিন্তু তারা আমাদের মাগরিবের নামাজ পড়ার কথা বলে ভিতরে প্রবেশ করে।
জানা যায়, আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সভা উপলক্ষ্যে শোডাউনের সময় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেলে দিনাজপুর জেলা জামায়াতের একটি দল নামাজ আদায়ের জন্য ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে। তাদের লোক সংখ্যা বেশি হওয়ায় বড় মসজিদ ভেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এ নামাজের জন্য প্রবেশ করে এবং নামাজ পড়ে চলে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহা বলেন, আমি সেন্ট্রাল মসজিদেই নামাজ পড়ছিলাম। এত মোটরসাইকেল দেখে তাৎক্ষণিক সেন্ট্রাল মসজিদেই তাদের সাথে কথা বলি। তারা জানায় মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছিল তাই নামাজ পড়তে এসেছেন। নামাজ পড়া শেষে আমরা তাদের বের করে দিয়েছি। এভাবে আকস্মিকভাবে প্রবেশ করার কারণে তারা দুঃখ প্রকাশ করেছেন।
হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক বার্নার্ড পলাশ জানান, এভাবে যেকেউ ক্যাম্পাসে ঢুকলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এটা কখনোই কাম্য নয়।
হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, যতটুক জানতে পেরেছি জামায়াতের একটি টিম আসন্ন কর্মী সম্মেলন উপলক্ষে শোডাউনকালে মাগরিবের নামাজের সময় হলে তারা শুধু নামাজ পড়তে ঢুকেছে। অন্য কোনো কারণ ছিল না।