শিরোনাম :
Logo পলাশবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক Logo রাবি প্রোভিসির ফেসবুক স্টোরিতে ভেসে উঠল শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ Logo মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত Logo ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ Logo শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ Logo পুলিশে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই: পুলিশ সদর দপ্তর Logo খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু Logo আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীত করার কোনো অধিকার নেই : আল্লামা মামুনুল হক …….. আল্লামা মামুনুল হক Logo পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি

ভারতে উপ-হাইকমিশনে হামলা পরিকল্পিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২ ডিসেম্বর) আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

প্রতিবাদে জানানো হয়েছে, হিন্দু সংগ্রাম সমিতি, আগরতলার একটি বৃহৎ বিক্ষোভকারী দল পরিকল্পিতভাবে সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হামলা পূর্বপরিকল্পিত ছিল। হামলাকারীরা কূটনৈতিক চত্বরে প্রবেশের পর বাংলাদেশের জাতীয় পতাকার দণ্ড ভেঙে ফেলেন এবং জাতীয় পতাকার অবমাননা করেন। এছাড়াও সহকারী হাইকমিশনের ভেতরের সম্পত্তিসমূহও ক্ষতিগ্রস্ত করেন।

এ ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তাদের উপস্থিতিতেই পুরো ঘটনা ঘটেছে, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

সহকারী হাইকমিশনের সকল সদস্যই এই ঘটনার পর নিরাপত্তাহীনতার গভীর অনুভূতিতে ভুগছেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার আরও উল্লেখ করেছে যে, আগরতলায় এই বর্বরোচিত হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে, ২৮ নভেম্বর ২০২৪ তারিখে কলকাতায়ও একই ধরনের একটি সহিংস বিক্ষোভ সংঘটিত হয়েছিল। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন ও ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

কূটনৈতিক মিশন এবং এর সদস্যদের সুরক্ষা দেওয়া স্বাগতিক দেশের দায়িত্ব। এ বিষয়ে ভারতের সরকারের কাছে বাংলাদেশ সরকারের অনুরোধ—অবিলম্বে এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং বাংলাদেশের কূটনৈতিক মিশনসমূহ ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

ভারতে উপ-হাইকমিশনে হামলা পরিকল্পিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২ ডিসেম্বর) আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

প্রতিবাদে জানানো হয়েছে, হিন্দু সংগ্রাম সমিতি, আগরতলার একটি বৃহৎ বিক্ষোভকারী দল পরিকল্পিতভাবে সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হামলা পূর্বপরিকল্পিত ছিল। হামলাকারীরা কূটনৈতিক চত্বরে প্রবেশের পর বাংলাদেশের জাতীয় পতাকার দণ্ড ভেঙে ফেলেন এবং জাতীয় পতাকার অবমাননা করেন। এছাড়াও সহকারী হাইকমিশনের ভেতরের সম্পত্তিসমূহও ক্ষতিগ্রস্ত করেন।

এ ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তাদের উপস্থিতিতেই পুরো ঘটনা ঘটেছে, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

সহকারী হাইকমিশনের সকল সদস্যই এই ঘটনার পর নিরাপত্তাহীনতার গভীর অনুভূতিতে ভুগছেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার আরও উল্লেখ করেছে যে, আগরতলায় এই বর্বরোচিত হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে, ২৮ নভেম্বর ২০২৪ তারিখে কলকাতায়ও একই ধরনের একটি সহিংস বিক্ষোভ সংঘটিত হয়েছিল। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন ও ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

কূটনৈতিক মিশন এবং এর সদস্যদের সুরক্ষা দেওয়া স্বাগতিক দেশের দায়িত্ব। এ বিষয়ে ভারতের সরকারের কাছে বাংলাদেশ সরকারের অনুরোধ—অবিলম্বে এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং বাংলাদেশের কূটনৈতিক মিশনসমূহ ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।