ফুসফুসে সংক্রমণের কারণে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। নিউমোনিয়া হলে ফুসফুসে বায়ুপ্রবাহের নানা জায়গায় তরল জমে। অনেক ক্ষেত্রে কফও জমে। বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যাকটেরিয়া থেকে শুরু করে ভাইরাস, ফাঙ্গাসের কারণে এই রোগ বেশি করে দেখা যায়।
বিশ্বব্যাপী নিউমোনিয়ায় যত মৃত্যু ঘটে তার প্রায় ৩৫ ভাগই শিশু।
নিউমোনিয়ার ঝুঁকি কাদের বেশি?
১। অপুষ্টিতে ভুগলে নিউমোনিয়া হওয়ার সম্ভবনা থাকে।
২। অপরিচ্ছন্ন পরিবেশ।
৩। ধূমপায়ী, মাদকসেবীদের মধ্যে বেশি হয় নিউমোনিয়া।
৪। ডায়াবেটিস রোগীদের
৫। রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল
৬। যারা অনেক দিন স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন তাদেরও নিউমোনিয়ার ঝুঁকি অনেকটাই বেশি
৭। হাই প্রেশার থাকলে
৮। এইচআইভি সংক্রমিতদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বেশি।