মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার সিদ্ধান্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

সরকারি কাজের গতি এবং সমন্বয় বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুশাসন দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ এবং ‘সুরক্ষা সেবা বিভাগ’-এর কাজের পরিধি, গুরুত্ব, এবং অধিকতর সমন্বয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় এই একত্রীকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ দুই বিভাগকে একত্রিত করার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, যাতে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়।

এই নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই একীভূতকরণের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। একীভূতকরণের ফলে মন্ত্রণালয়ের নতুন নাম হবে শুধুমাত্র ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, এবং এটি ১০টি সংস্থার দায়িত্বে থাকবে।

বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে ছয়টি সংস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা এই দুটি বিভাগ করেন। তখন জানানো হয়েছিল, কাজের সুবিধার্থে এ বিভাজন করা হয়েছে।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সিনিয়র সচিব হিসেবে মো. আবদুল মোমেন দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৮:৪৯:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

সরকারি কাজের গতি এবং সমন্বয় বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুশাসন দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ এবং ‘সুরক্ষা সেবা বিভাগ’-এর কাজের পরিধি, গুরুত্ব, এবং অধিকতর সমন্বয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় এই একত্রীকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ দুই বিভাগকে একত্রিত করার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, যাতে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়।

এই নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই একীভূতকরণের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। একীভূতকরণের ফলে মন্ত্রণালয়ের নতুন নাম হবে শুধুমাত্র ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, এবং এটি ১০টি সংস্থার দায়িত্বে থাকবে।

বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে ছয়টি সংস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা এই দুটি বিভাগ করেন। তখন জানানো হয়েছিল, কাজের সুবিধার্থে এ বিভাজন করা হয়েছে।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সিনিয়র সচিব হিসেবে মো. আবদুল মোমেন দায়িত্ব পালন করছেন।