শিরোনাম :
Logo ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কাল খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট Logo দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা,হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ Logo সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ছররা গুলিতে বাংলাদেশী ঘের ব্যবসায়ী আলম গুরুতর আহত Logo বেরোবিসাসের পাঁচ সদস্য পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা Logo করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু Logo আফগানিস্তানের উসমান গনি এক ওভারে ৪৫ রান নিলেন Logo মেসিদের লিগে খেলতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সন মিন Logo এশীয় এলএনজি বাজারে দাম বাড়ার ইঙ্গিত, সরবরাহে শঙ্কা Logo আগামী দিনে দেশের নেতৃত্ব তারেক রহমানের কাছে নিরাপদ: টিপু

গণঅভ্যুত্থান পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই: আলী রিয়াজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৭৫৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ।

রোববার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী রিয়াজ একথা বলেন।

আলী রিয়াজ বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। এর বাইরে গিয়ে বা এই ইতিহাসকে পাশ কাটিয়ে আমরা জাতি হিসেবে কিছুই করতে পারব না। আমি মনে করি চব্বিশের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে লিপিবদ্ধ করা শুধু জরুরি নয়, অনিবার্যও বটে।

সংবিধান সংস্কার কমিশনসহ বর্তমানে যা কিছু হচ্ছে সবকিছুই হাজারো মানুষের আত্মদানের ফসল জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদীরা ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করেছে এবং তার বিপরীতে সাধারণ ছাত্র-জনতা যে ভূমিকা পালন করেছে, তা যদি উল্লেখ না থাকে তাহলে সংবিধানে কী লিপিবদ্ধ করব? কেন আমরা এতো মানুষের আত্মত্যাগ দেখলাম, তা তো লিপিবদ্ধ অবশ্যই করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি সংবিধানে রাখতে হবে। কারণ গণঅভ্যুত্থাণ না হলে এই কমিশন হতো না।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার কমিটিতে যারা আছেন, তারা প্রত্যেকেই সংবিধান নিয়ে দীর্ঘ বছর যাবৎ কাজ করেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত প্রায় দুই-আড়াই বছর যাবৎ চেষ্টা করেছি সংবিধানটাকে বোঝার। সুতরাং এই কমিশনকে অভিজ্ঞতাহীন বলার কোনো সুযোগ নেই। কমিশন এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বা নেবে না। সবমিলিয়ে কমিশনই সংবিধান সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এসময় তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংস্কারের সুপারিশ তুলে ধরবে কমিশন।

তবে, কোন পদ্ধতি কাজ করা হবে সে বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থান পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই: আলী রিয়াজ

আপডেট সময় : ০৮:০০:৫৯ অপরাহ্ণ, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ।

রোববার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী রিয়াজ একথা বলেন।

আলী রিয়াজ বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। এর বাইরে গিয়ে বা এই ইতিহাসকে পাশ কাটিয়ে আমরা জাতি হিসেবে কিছুই করতে পারব না। আমি মনে করি চব্বিশের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে লিপিবদ্ধ করা শুধু জরুরি নয়, অনিবার্যও বটে।

সংবিধান সংস্কার কমিশনসহ বর্তমানে যা কিছু হচ্ছে সবকিছুই হাজারো মানুষের আত্মদানের ফসল জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদীরা ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করেছে এবং তার বিপরীতে সাধারণ ছাত্র-জনতা যে ভূমিকা পালন করেছে, তা যদি উল্লেখ না থাকে তাহলে সংবিধানে কী লিপিবদ্ধ করব? কেন আমরা এতো মানুষের আত্মত্যাগ দেখলাম, তা তো লিপিবদ্ধ অবশ্যই করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি সংবিধানে রাখতে হবে। কারণ গণঅভ্যুত্থাণ না হলে এই কমিশন হতো না।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার কমিটিতে যারা আছেন, তারা প্রত্যেকেই সংবিধান নিয়ে দীর্ঘ বছর যাবৎ কাজ করেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত প্রায় দুই-আড়াই বছর যাবৎ চেষ্টা করেছি সংবিধানটাকে বোঝার। সুতরাং এই কমিশনকে অভিজ্ঞতাহীন বলার কোনো সুযোগ নেই। কমিশন এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বা নেবে না। সবমিলিয়ে কমিশনই সংবিধান সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এসময় তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংস্কারের সুপারিশ তুলে ধরবে কমিশন।

তবে, কোন পদ্ধতি কাজ করা হবে সে বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান।