পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন বিক্ষোভকারীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৬:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

সড়কে চলাচলকারী মানুষের ক্ষোভের মুখে বাধ্য হয়ে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। নিজেদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়ে রাস্তা ছেড়ে চলে যেতে হয় শিক্ষার্থীদের।

সড়ক বন্ধ করে অবস্থান নেয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানান পথচারীরা।

উল্লেখ্য যে, পূর্বঘোষণা অনুযায়ী সকালে প্রথমে শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ করেনে। পরে আমতলীতে এসে অবস্থান নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন বিক্ষোভকারীরা

আপডেট সময় : ০৭:৪৬:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সড়কে চলাচলকারী মানুষের ক্ষোভের মুখে বাধ্য হয়ে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। নিজেদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়ে রাস্তা ছেড়ে চলে যেতে হয় শিক্ষার্থীদের।

সড়ক বন্ধ করে অবস্থান নেয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানান পথচারীরা।

উল্লেখ্য যে, পূর্বঘোষণা অনুযায়ী সকালে প্রথমে শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ করেনে। পরে আমতলীতে এসে অবস্থান নেন।