শিরোনাম :
Logo মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত Logo ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ Logo শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ Logo পুলিশে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই: পুলিশ সদর দপ্তর Logo খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু Logo আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীত করার কোনো অধিকার নেই : আল্লামা মামুনুল হক …….. আল্লামা মামুনুল হক Logo পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি Logo ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ Logo সাজিদ মৃত্যুর তদন্ত ও নিরাপদ ক্যাম্পাস দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণে জাতীয় ঐক্যের ডাক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৭৪০ বার পড়া হয়েছে

৭২-এর ‘মুজিববাদী’ সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে যৌথভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ ডাক দেওয়া হয়। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়ে জানান।

জাতীয় নাগরিক কমিটি বলেছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-জনতার গণদাবি মুজিববাদী সংবিধানের রাষ্ট্রপতি ও গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবির সঙ্গে জাতীয় নাগরিক কমিটি একাত্মতা পোষণ করে। আমরা মনে করি, ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম পর্ব তথা গণহত্যাকারী হাসিনার পতন ঘটেছে এবং বাংলাদেশের একমাত্র শাসক হিসাবে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। কিন্তু তার নিয়োগ করা এবং তার পা ছুঁয়ে সালাম করতে চাওয়া আওয়ামী ফ্যাসিবাদের অবশেষ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু স্ব-পদে বহাল আছেন। অভ্যুত্থানের দ্বিতীয় তরঙ্গে ছাত্র-জনতা যখন রাষ্ট্রের পুনর্গঠনমূলক কাজে নিবেদিত, ঠিক তখনই রাষ্ট্রপতি পদে বহাল থাকা চুপ্পু দাবি করেছেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগকে অপমান এবং জনগণের সাথে মিথ্যাচারের মাধ্যমে শপথ ভঙ্গের অপরাধ করেছেন। এই বক্তব্যের পরে তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকার সব যোগ্যতা হারিয়েছেন। সুতরাং, তিনি আর এক মুহূর্তও স্ব-পদে বহাল থাকতে পারেন না।

কমিটি আরও বলেছে, বিগত ১৫ বছরে মুজিববাদী আওয়ামী লীগ সীমাহীন গুম-খুন-নির্যাতন-লুটতরাজ, বিরোধী মতের ওপর চরম দমন-নিপীড়ন এবং বাংলাদেশকে কার্যত ভারতের করদরাজ্যে পরিণত করার মধ্যদিয়ে দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব হুমকিতে ফেলেছিল। দেশে কায়েম হয়েছিল এক নজিরবিহীন ফ্যাসিবাদ এবং চরম রাজনৈতিক সংকট। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ ও রাজনৈতিক সংকট মোকাবিলার কাজ শুরু হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক দায়িত্ব ছাত্র-জনতা নিজ কাঁধে তুলে নিয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রপতি চুপ্পুকে অবলম্বন করে মুজিববাদি ফ্যাসিবাদ ফিরে আসার পাঁয়তারা করছে এবং দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির দূরভিসন্ধি হচ্ছে।

এমতাবস্থায় ছাত্র-জনতার অভ্যুত্থানকে রক্ষা করতে এবং ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ সাধনে বাংলাদেশের জনগণ, ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। এ লক্ষ্যে বাহাত্তরের মুজিববাদী সংবিধান এবং সেই সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে ছাত্র-জনতা ও সকল রাজনৈতিক দলকে রাজপথে সরব ও জোরালো ভূমিকা পালন করতে হবে।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, বাহাত্তরের মুজিববাদী সংবিধান মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষ ও ব্যক্তির অবদানকে অস্বীকার করে এবং একক ব্যক্তি ও দলের হাতে মুক্তিযুদ্ধের একচ্ছত্র মালিকানা তুলে দেয়। রাষ্ট্রের জনগণকে জুলুম ও শোষণের একচেটিয়া ক্ষমতা মুজিববাদী বাকশালী ও ফ্যাসিবাদি আওয়ামী লীগের হাতে অর্পণ করে এই সংবিধান। উপরন্তু, এই সংবিধানই গত ১৫ বছরে বাকশালী ও ফ্যাসিবাদি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ কায়েম ও ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। আমরা মনে করি, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাহাত্তরের সংবিধান ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। এই সংবিধানকে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে জোর করে টিকিয়ে রাখার মাধ্যমে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে বলে দিতে চায়, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় ইতোমধ্যেই দেয়ালে দেয়ালে ব্যক্ত হয়েছে। জনগণই এই ইচ্ছা ও অভিপ্রায়কে লিখিত সংবিধানে রূপ দেবে। বাংলাদেশের মানুষের অধিকার আদায় এবং বহু বছরের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সকল রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঐক্যমত্যের ভিত্তিতে জুলাইয়ের ছাত্র-শ্রমিক-সৈনিক-জনতার আকাঙ্ক্ষা ধারণ করতে পারে অভ্যুত্থানের এমন ঘোষণাপত্র (Proclamation of Republic) অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রদান করতে হবে।

৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণসহ ছাত্র-জনতার ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের জনতাকে রাজনৈতিকভাবে সংগঠিত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণে জাতীয় ঐক্যের ডাক

আপডেট সময় : ০৭:৩৪:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

৭২-এর ‘মুজিববাদী’ সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে যৌথভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ ডাক দেওয়া হয়। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়ে জানান।

জাতীয় নাগরিক কমিটি বলেছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-জনতার গণদাবি মুজিববাদী সংবিধানের রাষ্ট্রপতি ও গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবির সঙ্গে জাতীয় নাগরিক কমিটি একাত্মতা পোষণ করে। আমরা মনে করি, ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম পর্ব তথা গণহত্যাকারী হাসিনার পতন ঘটেছে এবং বাংলাদেশের একমাত্র শাসক হিসাবে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। কিন্তু তার নিয়োগ করা এবং তার পা ছুঁয়ে সালাম করতে চাওয়া আওয়ামী ফ্যাসিবাদের অবশেষ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু স্ব-পদে বহাল আছেন। অভ্যুত্থানের দ্বিতীয় তরঙ্গে ছাত্র-জনতা যখন রাষ্ট্রের পুনর্গঠনমূলক কাজে নিবেদিত, ঠিক তখনই রাষ্ট্রপতি পদে বহাল থাকা চুপ্পু দাবি করেছেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগকে অপমান এবং জনগণের সাথে মিথ্যাচারের মাধ্যমে শপথ ভঙ্গের অপরাধ করেছেন। এই বক্তব্যের পরে তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকার সব যোগ্যতা হারিয়েছেন। সুতরাং, তিনি আর এক মুহূর্তও স্ব-পদে বহাল থাকতে পারেন না।

কমিটি আরও বলেছে, বিগত ১৫ বছরে মুজিববাদী আওয়ামী লীগ সীমাহীন গুম-খুন-নির্যাতন-লুটতরাজ, বিরোধী মতের ওপর চরম দমন-নিপীড়ন এবং বাংলাদেশকে কার্যত ভারতের করদরাজ্যে পরিণত করার মধ্যদিয়ে দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব হুমকিতে ফেলেছিল। দেশে কায়েম হয়েছিল এক নজিরবিহীন ফ্যাসিবাদ এবং চরম রাজনৈতিক সংকট। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ ও রাজনৈতিক সংকট মোকাবিলার কাজ শুরু হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক দায়িত্ব ছাত্র-জনতা নিজ কাঁধে তুলে নিয়েছে। এমতাবস্থায় রাষ্ট্রপতি চুপ্পুকে অবলম্বন করে মুজিববাদি ফ্যাসিবাদ ফিরে আসার পাঁয়তারা করছে এবং দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির দূরভিসন্ধি হচ্ছে।

এমতাবস্থায় ছাত্র-জনতার অভ্যুত্থানকে রক্ষা করতে এবং ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ সাধনে বাংলাদেশের জনগণ, ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। এ লক্ষ্যে বাহাত্তরের মুজিববাদী সংবিধান এবং সেই সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে ছাত্র-জনতা ও সকল রাজনৈতিক দলকে রাজপথে সরব ও জোরালো ভূমিকা পালন করতে হবে।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, বাহাত্তরের মুজিববাদী সংবিধান মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষ ও ব্যক্তির অবদানকে অস্বীকার করে এবং একক ব্যক্তি ও দলের হাতে মুক্তিযুদ্ধের একচ্ছত্র মালিকানা তুলে দেয়। রাষ্ট্রের জনগণকে জুলুম ও শোষণের একচেটিয়া ক্ষমতা মুজিববাদী বাকশালী ও ফ্যাসিবাদি আওয়ামী লীগের হাতে অর্পণ করে এই সংবিধান। উপরন্তু, এই সংবিধানই গত ১৫ বছরে বাকশালী ও ফ্যাসিবাদি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ কায়েম ও ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। আমরা মনে করি, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাহাত্তরের সংবিধান ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। এই সংবিধানকে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে জোর করে টিকিয়ে রাখার মাধ্যমে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে বলে দিতে চায়, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় ইতোমধ্যেই দেয়ালে দেয়ালে ব্যক্ত হয়েছে। জনগণই এই ইচ্ছা ও অভিপ্রায়কে লিখিত সংবিধানে রূপ দেবে। বাংলাদেশের মানুষের অধিকার আদায় এবং বহু বছরের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সকল রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঐক্যমত্যের ভিত্তিতে জুলাইয়ের ছাত্র-শ্রমিক-সৈনিক-জনতার আকাঙ্ক্ষা ধারণ করতে পারে অভ্যুত্থানের এমন ঘোষণাপত্র (Proclamation of Republic) অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রদান করতে হবে।

৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণসহ ছাত্র-জনতার ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের জনতাকে রাজনৈতিকভাবে সংগঠিত করবে।