বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

থাইল্যান্ডে ৯ জন আরোহী নিয়ে উড্ডয়নের একটু পরই একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংকক বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই বিমানটি বিধ্বস্ত হয়। ছোট আকৃতির এ বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

বিমান বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি উদ্ধারকারীরা। খাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্রের তথ্য অনুযায়ী, এক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পাওয়া গিয়েছে।

বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা না গেলেও মুখপাত্র জানিয়েছেন, বিমানে হংকং থেকে আসা পাঁচ চীনা পর্যটক ছিলেন। এছাড়া ছিলেন দুইজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো-পাইলট।

বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। এর ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে ছিল।

রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত বিমানটি।

বিমানের বিভিন্ন অংশ পানি ও বনাঞ্চলে পড়ে থাকতে দেখা গেছে একটি ভিডিওতে। ভিডিওতে একজন উদ্ধারকারীকে কর্দমাক্ত পানিতে হামাগুড়ি দি্তেও দেখা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

থাইল্যান্ডে ৯ জন আরোহী নিয়ে উড্ডয়নের একটু পরই একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংকক বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই বিমানটি বিধ্বস্ত হয়। ছোট আকৃতির এ বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

বিমান বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি উদ্ধারকারীরা। খাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্রের তথ্য অনুযায়ী, এক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পাওয়া গিয়েছে।

বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা না গেলেও মুখপাত্র জানিয়েছেন, বিমানে হংকং থেকে আসা পাঁচ চীনা পর্যটক ছিলেন। এছাড়া ছিলেন দুইজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো-পাইলট।

বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। এর ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে ছিল।

রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত বিমানটি।

বিমানের বিভিন্ন অংশ পানি ও বনাঞ্চলে পড়ে থাকতে দেখা গেছে একটি ভিডিওতে। ভিডিওতে একজন উদ্ধারকারীকে কর্দমাক্ত পানিতে হামাগুড়ি দি্তেও দেখা গেছে।