শিরোনাম :
Logo চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুলের উপর হামলার অভিযোগ Logo হার্ভার্ডের সম্মাননা পেলেন রাবির আইআর বিভাগের ৭ শিক্ষার্থী Logo নিখোঁজের ৫ ঘন্টার পুকুর থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার Logo ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাম্য হত্যা বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ Logo চুয়াডাঙ্গায় ৪৪ দিনের তাপপ্রবাহে নাভিশ্বাস সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডে শীর্ষে Logo আলমডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা Logo দামুড়হুদায় ধান শুকানোর সময় ছাঁদ থেকে পড়ে নারীর মৃত্যু Logo হাসনাতদের বেলায় ঠান্ডা পানি স্প্রে;জবি শিক্ষার্থীদের বেলায় টিয়ার শেল,সাউন্ড গ্রেনেড,লাঠি চার্জ Logo দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক শিক্ষার্থীদের, পুলিশের বিচার দাবি

ভয়-আতঙ্কে সচিবালয় ছেড়ে চলে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

  • আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

দুপুর একটা বাজতেই ফাঁকা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়! হামলার ভয়-আতঙ্কে মঙ্গলবার (৬ আগস্ট) ১২টা বাজার কিছু আগেই সচিবালয় থেকে কর্মকর্তা কর্মচারীরা বের হতে শুরু করেন।

দুপুর একটার মধ্যে পুরো সচিবালয় সরকারি কর্মকর্তা-কর্মচারী শূন্য হয়ে যায়।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভয়ে ও আতঙ্কে কর্মসংস্থান ছেড়ে চলে যাচ্ছেন।

কেউ কেউ জানান, পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে তাদের জানিয়ে দিয়েছে। এ কারণে অফিস ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাই সবাই কর্মসংস্থান ছেড়ে যাচ্ছেন। তবে কে ছুটি দিয়েছেন, তার উত্তর কেউ দিতে পারেননি।

সরেজমিনে দেখা যায়, ১২টা বাজার কিছু আগে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল থেকে বের হয়ে শুরু করেন। দুপুর ১২টা ৫ মিনিটে কর্মকর্তাদের বের হয়ে যাওয়ার লম্বা লাইন বাঁধে সচিবালয়ের প্রধান ফটকে।

একটি অংশকে হেঁটে সচিবালয় ছাড়তে দেখা যায়। আর একটি অংশ তাদের গাড়িতে করে সচিবালয় থেকে বের হয়। দেখতে দেখতে বিভিন্ন মন্ত্রণালয় দুপুর ১টার আগেই খালি হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, মন্ত্রণালয়ের অফিসগুলো খালি পড়ে রয়েছে। প্রতিটি কক্ষে তালা ঝুলছে। অধিকাংশ কক্ষের জানালা বন্ধ, তবে কিছু কক্ষের জানালা খোলা দেখা গেছে।

সচিবালয়ে থেকে বের হয়ে যাওয়ার সময় কর্মকর্তা- কর্মচারীরা জানান, সবাই অফিস ছেড়ে চলে যাচ্ছেন। তাই তারাও চলে যাচ্ছি। তারা শুনছেন তাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না। এ পরিস্থিতিতে অফিস করা সম্ভব না। তারা শুনতে পেয়েছেন উপর থেকে বলা হয়েছে, সচিবালয় খালি করে দিতে। কেউ নিরাপত্তা দিতে চাচ্ছে না। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারা বলেন, বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। থানা পুড়িয়ে দেয়া হয়েছে। সচিবালয়ে হামলা হতে পারে, মানুষের মধ্যে এমন আতঙ্ক রয়েছে। এ কারণে সচিবালয় থেকে সবাই বাসায় চলে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুলের উপর হামলার অভিযোগ

ভয়-আতঙ্কে সচিবালয় ছেড়ে চলে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪

দুপুর একটা বাজতেই ফাঁকা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়! হামলার ভয়-আতঙ্কে মঙ্গলবার (৬ আগস্ট) ১২টা বাজার কিছু আগেই সচিবালয় থেকে কর্মকর্তা কর্মচারীরা বের হতে শুরু করেন।

দুপুর একটার মধ্যে পুরো সচিবালয় সরকারি কর্মকর্তা-কর্মচারী শূন্য হয়ে যায়।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভয়ে ও আতঙ্কে কর্মসংস্থান ছেড়ে চলে যাচ্ছেন।

কেউ কেউ জানান, পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে তাদের জানিয়ে দিয়েছে। এ কারণে অফিস ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাই সবাই কর্মসংস্থান ছেড়ে যাচ্ছেন। তবে কে ছুটি দিয়েছেন, তার উত্তর কেউ দিতে পারেননি।

সরেজমিনে দেখা যায়, ১২টা বাজার কিছু আগে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল থেকে বের হয়ে শুরু করেন। দুপুর ১২টা ৫ মিনিটে কর্মকর্তাদের বের হয়ে যাওয়ার লম্বা লাইন বাঁধে সচিবালয়ের প্রধান ফটকে।

একটি অংশকে হেঁটে সচিবালয় ছাড়তে দেখা যায়। আর একটি অংশ তাদের গাড়িতে করে সচিবালয় থেকে বের হয়। দেখতে দেখতে বিভিন্ন মন্ত্রণালয় দুপুর ১টার আগেই খালি হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, মন্ত্রণালয়ের অফিসগুলো খালি পড়ে রয়েছে। প্রতিটি কক্ষে তালা ঝুলছে। অধিকাংশ কক্ষের জানালা বন্ধ, তবে কিছু কক্ষের জানালা খোলা দেখা গেছে।

সচিবালয়ে থেকে বের হয়ে যাওয়ার সময় কর্মকর্তা- কর্মচারীরা জানান, সবাই অফিস ছেড়ে চলে যাচ্ছেন। তাই তারাও চলে যাচ্ছি। তারা শুনছেন তাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না। এ পরিস্থিতিতে অফিস করা সম্ভব না। তারা শুনতে পেয়েছেন উপর থেকে বলা হয়েছে, সচিবালয় খালি করে দিতে। কেউ নিরাপত্তা দিতে চাচ্ছে না। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারা বলেন, বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। থানা পুড়িয়ে দেয়া হয়েছে। সচিবালয়ে হামলা হতে পারে, মানুষের মধ্যে এমন আতঙ্ক রয়েছে। এ কারণে সচিবালয় থেকে সবাই বাসায় চলে যাচ্ছেন।