নবীগঞ্জে বন্যার্তদের ত্রাণ পৌঁছে দিলেন এমপি কেয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৮:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জে বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ও ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বন্যার্তদের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

চলমান অতিবৃষ্টির কারণে নবীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবাহিত হয়ে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়েছে। উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম এবং ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার বাড়িঘর বন্যায় প্লাবিত হয়। সেখানে অনেক কষ্টে দিনাতিপাত করছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে শনিবার (৬ জুলাই) হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উক্ত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণের চাল নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান।

শুক্রবার দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন এলাকা পরিদর্শন এবং জনগণের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তিনি সকাল ৯টায় প্রথমে বন্যাকবলিত নবীগঞ্জ উপজেলার বাগাউড়া মুজিব পল্লী, বাগাউড়া উত্তরপাড়া, শৈলা নতুন বাজার, চরগাঁও, চরগাঁও ভুমিহীনপাড়া, ফতেহপুর, চৌকি, বাল্লা ঘাট, জগন্নাথপুর দক্ষিণপাড়া, সোনাপুর নতুন বাজার এবং রাত ৮টায় শৈলা নতুন বাজারে পথসভার মাধ্যমে শেষ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, ইউএনও অনুপম দাস অনুপ, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ, ২নং ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, সাবেক চেয়ারম্যান সমর দাশ, সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় মুরব্বিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

নবীগঞ্জে বন্যার্তদের ত্রাণ পৌঁছে দিলেন এমপি কেয়া

আপডেট সময় : ০৮:১৮:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪

হবিগঞ্জের নবীগঞ্জে বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ও ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বন্যার্তদের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

চলমান অতিবৃষ্টির কারণে নবীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবাহিত হয়ে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়েছে। উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম এবং ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার বাড়িঘর বন্যায় প্লাবিত হয়। সেখানে অনেক কষ্টে দিনাতিপাত করছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে শনিবার (৬ জুলাই) হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উক্ত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণের চাল নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান।

শুক্রবার দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন এলাকা পরিদর্শন এবং জনগণের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তিনি সকাল ৯টায় প্রথমে বন্যাকবলিত নবীগঞ্জ উপজেলার বাগাউড়া মুজিব পল্লী, বাগাউড়া উত্তরপাড়া, শৈলা নতুন বাজার, চরগাঁও, চরগাঁও ভুমিহীনপাড়া, ফতেহপুর, চৌকি, বাল্লা ঘাট, জগন্নাথপুর দক্ষিণপাড়া, সোনাপুর নতুন বাজার এবং রাত ৮টায় শৈলা নতুন বাজারে পথসভার মাধ্যমে শেষ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, ইউএনও অনুপম দাস অনুপ, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ, ২নং ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, সাবেক চেয়ারম্যান সমর দাশ, সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় মুরব্বিরা।