শিরোনাম :
Logo সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে বেগম খালেদা জিয়া Logo উচ্ছ্বাস আর স্বপ্নে মুখর রাবি ক্যাম্পাস; জীবনের নতুন যাত্রা নিয়ে নবীনদের অনুভূতি Logo গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল : অধ্যাপক ইউনূস Logo সাতক্ষীরা পৌরসভা ২ নাম্বার ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন Logo বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন । Logo কয়রায় চিংড়িতে জেলি পুশ,৫০ হাজার টাকা জরিমানা Logo ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য Logo বিতর্ক প্রতিযোগিতা বাড়ে চিন্তার পরিধি, জ্ঞান আর প্রতিপক্ষের প্রতি সম্মান Logo কচুয়ায় ১৬ পরিবারকে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ Logo মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

বিয়ের আসরেই নববধূকে তালাক দিলেন বর

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৯:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

বিয়ের আসরেই নববধূকে তালাক দিলেন বর

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে বিয়ের আসরেই নববধূকে তালাক দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চ‌ল্য সৃ‌ষ্টি করেছেন আসিপ রহমান (২২) নামে এক নতুন বর।

ঘটনাটি ঘটেছে (রোববার, ১৬ জুন) কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যায়। এ ঘটনায় ক্ষতিপুরণ বাবদ অবশ্য নববধূকে ৭৫ হাজার টাকা দেন মোহরানাসহ মোট সোয়া ৫ লাখ টাকা গচ্ছা দিতে হয়েছে বরকে।

নতুন বর জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে আসিপ রহমান।পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার (১৬ জুন) বিকেলে আসিপ রহমান পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলা দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত. মিজানুর রহমানের মেয়েকে বিয়ে করার জন্য প্রায় অর্ধশত বরযাত্রীসহ আসেন।

খাওয়া শেষে সন্ধায় বিয়ের কাজ শেষ হওয়ার পরপরই নতুন বরের খালাতো বোন বিয়ের আসরে এসেই অভিযোগ করেন, তার সঙ্গে ৮ মাস আগে আসিপের বিয়ে সম্পন্ন হয়েছে। বলার সঙ্গে সঙ্গে বিয়ের আসরেই ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

এতে বর, নববধূ, বরযাত্রী ও আগের দাবি করা স্ত্রীসহ প্রায় ৭-৮ জন আহত হন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘঠনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে গ্রাম সা‌লিশ বৈঠকে মাতব্বররা বিয়ের আসরেই বসে নববধূর মোহরানার ৭৫ হাজার টাকাসহ ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৪ লাখ টাকা বরকে পরিশোধ করার নির্দেশ দেন এবং বিয়ে পড়ানোর একই কাজী দিয়ে সঙ্গে সঙ্গে তালাক সম্পন্ন করানো হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার এসআই ফাহিম হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

এছাড়া গত ৮ মাস আগে দামুড়হুদার জয়রামপুর গ্রামের বাসিন্দা বরের খালাতো বোনের সঙ্গে যে বিয়ে হয়েছিল বলে অভিযোগ ছিল, সেই মেয়েটিই তার বৈধ প্রথম স্ত্রী।

প্রথম স্ত্রীর বাবা বুধবার (১৯ জুন) দর্শনা থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন।,

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে বেগম খালেদা জিয়া

বিয়ের আসরেই নববধূকে তালাক দিলেন বর

আপডেট সময় : ০১:৩৯:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

বিয়ের আসরেই নববধূকে তালাক দিলেন বর

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে বিয়ের আসরেই নববধূকে তালাক দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চ‌ল্য সৃ‌ষ্টি করেছেন আসিপ রহমান (২২) নামে এক নতুন বর।

ঘটনাটি ঘটেছে (রোববার, ১৬ জুন) কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যায়। এ ঘটনায় ক্ষতিপুরণ বাবদ অবশ্য নববধূকে ৭৫ হাজার টাকা দেন মোহরানাসহ মোট সোয়া ৫ লাখ টাকা গচ্ছা দিতে হয়েছে বরকে।

নতুন বর জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে আসিপ রহমান।পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার (১৬ জুন) বিকেলে আসিপ রহমান পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলা দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত. মিজানুর রহমানের মেয়েকে বিয়ে করার জন্য প্রায় অর্ধশত বরযাত্রীসহ আসেন।

খাওয়া শেষে সন্ধায় বিয়ের কাজ শেষ হওয়ার পরপরই নতুন বরের খালাতো বোন বিয়ের আসরে এসেই অভিযোগ করেন, তার সঙ্গে ৮ মাস আগে আসিপের বিয়ে সম্পন্ন হয়েছে। বলার সঙ্গে সঙ্গে বিয়ের আসরেই ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

এতে বর, নববধূ, বরযাত্রী ও আগের দাবি করা স্ত্রীসহ প্রায় ৭-৮ জন আহত হন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘঠনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে গ্রাম সা‌লিশ বৈঠকে মাতব্বররা বিয়ের আসরেই বসে নববধূর মোহরানার ৭৫ হাজার টাকাসহ ক্ষতিপূরণ বাবদ সাড়ে ৪ লাখ টাকা বরকে পরিশোধ করার নির্দেশ দেন এবং বিয়ে পড়ানোর একই কাজী দিয়ে সঙ্গে সঙ্গে তালাক সম্পন্ন করানো হয়।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার এসআই ফাহিম হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

এছাড়া গত ৮ মাস আগে দামুড়হুদার জয়রামপুর গ্রামের বাসিন্দা বরের খালাতো বোনের সঙ্গে যে বিয়ে হয়েছিল বলে অভিযোগ ছিল, সেই মেয়েটিই তার বৈধ প্রথম স্ত্রী।

প্রথম স্ত্রীর বাবা বুধবার (১৯ জুন) দর্শনা থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন।,