শিরোনাম :
Logo রাবিতে শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক বিশেষ সেমিনার ২০ জুলাই  Logo মাতৃভূমি রক্ষায় শপথ, ইবি ছাত্র ইউনিয়নের সম্মেলন ১৯ জুলাই Logo নওগাঁয় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে দেশিয় প্রজাতির মাছ Logo পবিত্র আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : মো. সরওয়ার Logo ঝিনাইদহে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ Logo মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফ ৪৮ জনকে ঠেলে দিল Logo দাবানলে পুড়ছে গ্রিস, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী Logo বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া: রাষ্ট্রদূত

শতাধিক নেতাকর্মীর উপর হামলা ও মারপিটের অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৩৮:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ৭৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের আসার পথে মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার (৩১ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ।

লিখিত বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ বলেন, জালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে বিনা বাঁধায় স্বদেশ প্রত্যাবর্তন, বিএনপির কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের প্রতিবাদে গত ৩০ আগস্ট (মঙ্গলবার) শহরের উজির আলী স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

এই সমাবেশে জেলার ৬টি উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকে। তৃণমুল নেতাকর্মীরা যেন এই সমাবেশে অংশগ্রহণ করতে না পারে এজন্য এই সরকার দলীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পুলিশের সামনেই বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে লাঠি, রামদা, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে নিরীহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় বিএনপির প্রায় ১১৩জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আহতদের মধ্যে অন্তত ২৭ জন ঝিনাইদহ, যশোর ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত কোটচাঁদপুর উপজেলা যুবদল নেতা সিরু ও আশরাফ মারাত্মক আহত হয়। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা চলছে। গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ ঠেকানোর জন্য হামলার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় সকাল থেকে ভারি যানবাহন বন্ধ করে দেওয়া হয়। তারপরও সমাবেশস্থল মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই কর্মসূচীতে ভীত হয়ে সন্ত্রাসীরা বাড়ি ফেরার পথে আবারও হামলা চালায়। এছাড়াও বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

জেলা বিএনপির সভাপতি আরো বলেন, গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশকে ঘিরে সাগান্না ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় রাতের আঁধারে নিজেরা অগ্নিসংযোগ করে বিএনপির ১২ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। এইভাবে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ও হয়রানি করা হলে জেলাতে অবরোধ ও হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেন তিনি।

জেলা বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক বিশেষ সেমিনার ২০ জুলাই 

শতাধিক নেতাকর্মীর উপর হামলা ও মারপিটের অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৮:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের আসার পথে মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার (৩১ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ।

লিখিত বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ বলেন, জালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে বিনা বাঁধায় স্বদেশ প্রত্যাবর্তন, বিএনপির কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের প্রতিবাদে গত ৩০ আগস্ট (মঙ্গলবার) শহরের উজির আলী স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

এই সমাবেশে জেলার ৬টি উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকে। তৃণমুল নেতাকর্মীরা যেন এই সমাবেশে অংশগ্রহণ করতে না পারে এজন্য এই সরকার দলীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পুলিশের সামনেই বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে লাঠি, রামদা, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে নিরীহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় বিএনপির প্রায় ১১৩জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আহতদের মধ্যে অন্তত ২৭ জন ঝিনাইদহ, যশোর ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত কোটচাঁদপুর উপজেলা যুবদল নেতা সিরু ও আশরাফ মারাত্মক আহত হয়। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা চলছে। গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ ঠেকানোর জন্য হামলার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় সকাল থেকে ভারি যানবাহন বন্ধ করে দেওয়া হয়। তারপরও সমাবেশস্থল মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই কর্মসূচীতে ভীত হয়ে সন্ত্রাসীরা বাড়ি ফেরার পথে আবারও হামলা চালায়। এছাড়াও বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

জেলা বিএনপির সভাপতি আরো বলেন, গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশকে ঘিরে সাগান্না ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় রাতের আঁধারে নিজেরা অগ্নিসংযোগ করে বিএনপির ১২ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। এইভাবে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ও হয়রানি করা হলে জেলাতে অবরোধ ও হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেন তিনি।

জেলা বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।